Scores

নিউজিল্যান্ডে সবচেয়ে ‘ঘৃণিত’ স্টোকসের বাবা!

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের পর্দা নেমেছে গতকাল। নাটকীয় ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে স্বাগতিক ইংল্যান্ড। এই ম্যাচের জয়ের মূল নায়ক বেন স্টোকস। অথচ সেই স্টোকসের বাবাই কিনা সবচেয়ে ঘৃণিত!

এমন ফাইনাল শেষ কবে দেখেছে ক্রিকেট বিশ্ব? ক্রিকেট বিশ্বকাপে এমন ফাইনাল আগে কখনো হয়নি। লর্ডসে ছিল নানা নাটক, আবেগও আরও অনেক কিছুই। ২৪১ করেও ম্যাচটি জিতে যেত নিউজিল্যান্ড। অথচ তাদের শিরোপা জয়ের বাঁধার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন বেন স্টোকস। জন্মসূত্রে একজন নিউজিল্যান্ডের বাসী স্টোকস। তবে অল্প বয়সেই ইংল্যান্ডে পাড়ি জমান তিনি।

Also Read - শ্রীলঙ্কা সফরে সুজনই থাকছেন হেড কোচ


স্টোকস ইংল্যান্ডে স্থায়ী হলেও বাবা-মা এখনো নিউজিল্যান্ডেই বসবাস করছেন। ফাইনালের আগে তার বাবা জেরার্ড স্টোকস বলেছিলেন ফাইনালের ছেলের হার কামনা করছেন তিনি। অথচ তার ছেলের কাছেই হেরে গেলো নিউজিল্যান্ড। তাই তো খানিকটা মজার ছলেই বললেন নিউজিল্যান্ডে সবচেয়ে ঘৃণিত বাবা এখন তিনি। ওয়ান নিউজকে দেওয়া সাক্ষাতকারে এসব বলেন তিনি।

“ম্যাচ চলাকালীন দুই-একজনকে বলতে শুনেছি নিউজিল্যান্ডে সবচেয়ে ঘৃণিত বাবা আমি। তবে তারা তাদের লিমিট বজায় রেখেই বলেছে মনে হয়। তবে যখন আমরা ম্যাচটি দেখছিলাম তখন নিজের ছেলের এমন পারফরম্যান্স দেখে অন্যরকম অনুভূতি হয়েছে। এটি আমার দেখা অন্যতম সেরা ম্যাচ।”

তবে ম্যাচ শেষে নিজের আবেগ ধরে রাখতে পারেননি স্টোকসের মা ডেবোরাহ। ম্যাচ শেষে কেঁদেছেনও বলে জানিয়েছেন তিনি।

“ম্যাচ শেষে খুব কেঁদেছি। নিউজিল্যান্ডের জন্য খারাপ লেগেছে খুবই কারণ তারা মাঠে নিজেদের সবটুকুই ঢেলে দিয়েছিল। ম্যাচটি ড্র হলে সবচেয়ে ভালো হত।”

ছেলের এমন পারফরম্যান্সের পর বাবা-মা হিসেবে গর্বিত হওয়ার কথা স্টোকসের বাবা ও মা’র। লর্ডসে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি দেখেছেন নিজেদের ঘর ক্রাইস্টচার্চেই।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপ ও মুস্তাফিজুর রহমান

সেদিন স্নায়ুচাপ সামলাতে ‘সিগারেট বিরতি’ নেন স্টোকস

বিশ্বকাপ সেরার পুরস্কার আশা করেছিলেন সাকিবও!

বিশ্বকাপের শেষ ম্যাচেই অবসর নিতে চেয়েছিলেন মাশরাফি

স্টোকসের দৃষ্টিতে কোহলির অভিযোগটা ছিল ‘উদ্ভট’