Scores

নিউজিল্যান্ড নিরাপদ, এই ভাবনাটা আর রইল না : ডেভিড হোয়াইট

নিউজিল্যান্ডকে মনে করা হতো শান্তির দেশ। ওই দেশে কেউ খেলতে গেলে কখনও নিরাপত্তা শঙ্কায় ভুগেনি। তাই নিরাপত্তারক্ষীরও প্রয়োজন পড়েনি। সেই সুনামটা নষ্ট হয়ে গেল শুক্রবারের রোমহর্ষক এক ঘটনায়। ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার পর নিউজিল্যান্ডও আর নিরাপদ আশ্রয়স্থল রইল না বলে মন্তব্য করেছেন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট।

 

নিউজিল্যান্ড নিরাপদ, এই ভাবনাটা আর রইল না : ডেভিড হোয়াইট

Also Read - টাইগারদের ঢাকায় পা রাখার সময়


শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুকধারীর হামলায় ৪৯ জন মুসুল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে, অল্পের জন্য বাংলাদেশ ক্রিকেট দল রক্ষা পেয়েছেন।

এমন ঘটনা নিউজিল্যান্ড তথা সব জায়গায়ই আন্তর্জাতিক খেলা আয়োজনে প্রভাব ফেলবে বলে মনে করছেন হোয়াইট।

নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী বলেন, ‘এটা ভীতিকর। আন্তর্জাতিক খেলা আয়োজনের পুরো দৃষ্টিভঙ্গিই বদলে দেবে এই ঘটনা। আমার মনে হয়, এখন সবকিছু পরিবর্তন হয়ে গেছে। অবশ্যই আমাদের নিরাপত্তার বিষয়টি আরও গভীরভাবে ভাবতে হবে। নিউজিল্যান্ড নিরাপদ, এই ভাবনাটা আর রইল না। আমাদের এখন থেকে খুব, খুব বেশি সতর্ক থাকতে হবে; কর্তৃপক্ষ এবং স্পোর্টিং অর্গানাইজেশনকে, অবশ্যই সতর্ক থাকতে হবে।’

হোয়াইট মনে করছেন, ক্রিকেটাররা যেমন পরিস্থিতির মুখে পড়েছিলেন, তাদের ঘাবড়ে যাওয়া স্বাভাবিক। তিনি বলেন, ‘তারা ধাক্কা খাবে এটাই স্বাভাবিক। আর সবার মতো তারাও হতভম্ব। নিউজিল্যান্ড ক্রিকেট ক্রাইস্টচার্চ এবং সেখানে গোলাগুলির ঘটনায় ক্ষতিগ্রস্থদের সহানুভূতি জানাচ্ছে। আমরা স্তম্ভিত এবং আতঙ্কিত, নিঃসন্দেহে নিউজিল্যান্ডের জনগণও।’

ক্রাইস্টচার্চে মসজিদে নৃশংশ হামলার পর বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট বাতিল করা হয়েছে। দেশে ফিরে আসছেন টাইগাররা। সফর বাতিল করেছে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট দল। শুধু তাই নয়, বর্বর এ হামলার জেরে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটও বন্ধ হয়ে গেছে।

শুক্রবার হ্যাগলি পার্কে মসজিদ আল নূরে জুমার নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি করে সন্ত্রাসীরা। এতে নিহত হন প্রায় অর্ধশতাধিক। সেই মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিলে বাংলাদেশ ক্রিকেটাররা। কয়েক মিনিট আগে তারা সেখানে পৌঁছলে বড় কিছু ঘটতে পারত।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

পাকিস্তানের ক্রিকেটে নিষিদ্ধ উমর আকমল

আর কয় বছর খেলে যাবেন, জানালেন কোহলি

বাবার পথ অনুসরণ করছেন রাহুল পুত্র!

শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন থিসারা পেরেরা

সন্তানের অপেক্ষায় প্রথম টেস্টে অনিশ্চিত কিউই তারকা