
স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ওয়ালটন। সম্প্রতি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও আইটিডব্লিউ স্পোর্টস ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
বহুল আলোচিত এই টেস্ট সিরিজের নাম হচ্ছে ওয়ালটন টেস্ট সিরিজ পাওয়ারড বাই বিবিএস ক্যাবলস। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম, প্রধান বিপণন কর্মকর্তা ফিরোজ আলম ও আইটিডব্লিউ বাংলাদেশের প্রতিনিধি ওমর হক।
বিদেশ বিভূঁইয়ে বাংলাদেশের সিরিজে টাইটেল স্পন্সর হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে উদয় হাকিম বলেন, ‘বাংলাদেশের জন্য এটি একটি গর্বের বিষয় যে, বিদেশের মাটিতে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে স্পন্সর হচ্ছে একটি বাংলাদেশি কোম্পানি। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো এখন আন্তর্জাতিক অঙ্গনে দাপটের সঙ্গে প্রাধান্য বিস্তার করছে, এটি তারই প্রমাণ। ‘
আগামী ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ৯ জানুয়ারি শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু ক্রাইস্টচার্চ।
একনজরে দুই দলের স্কোয়াড
নিউজিল্যান্ড : টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লানডেল, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, টিম সাউদি, রস টেলর, নেইল ওয়াগনার ও উইল ইয়ং।
বাংলাদেশ : মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম শেখ ও ফজলে মাহমুদ রাব্বি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।