Scores

নিউজিল্যান্ড সফরের জন্য ৩৫ সদস্যের দল ঘোষণা পিসিবির

আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য ৩৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জিম্বাবুয়ে সিরিজের মতো এই সিরিজে ডাক পাননি অভিজ্ঞ দুই ক্রিকেটার- শোয়েব মালিক এবং পেসার মোহাম্মদ আমির।

 

৩৫ জনের এই দলে নতুন ডাক পেয়েছেন চার ক্রিকেটার- আহম্মদ বাট, দানিশ আজিজ, ইমরান বাট এবং রোহেল নাজির। দলটির প্রধান কোচ মিসবাহ উল হক জানান সম্প্রতি সময়ে ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স তাদের ৩৫ সদস্যের দলে জায়গা করে দিয়েছে।

Also Read - আইপিএল : রাহুলের কাছাকাছিও নেই কেউ


শুধু টি-টোয়েন্টিই নয়, নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজও খেলবে পাকিস্তান। তবে এই সিরিজ থেকে বাদ পড়েছেন পাকিস্তান টেস্ট দলের নিয়মিত সদস্য আসাদ শফিক। এছাড়াও এই সিরিজে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে দুই অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক এবং আমিরকে। মিসবাহ জানান, ভবিষ্যতে সব ফরম্যাটে খেলতে পারবে এমন ক্রিকেটারদেরই সুযোগ দেওয়া হয়েছে।

শুধু তাই নয় টেস্টে আসাদ শফিক পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান হলেও সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে বাজে সময় কাটানোর কারণে দলে জায়গা হয়নি তার। মিসবাহর বিশ্বাস সরফরাজের মতো আসাদও নিজের ভুল শুধরে দলে ফিরবেন।

আগামী ২৩ নভেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে পাকিস্তানের ক্রিকেটাররা। এই সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে পাকিস্তান।

পাকিস্তান স্কোয়াডঃ

বাবর আজম, আবিদ আলী, আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম-উল-হক, শান মাসুদ, জেসান মালিক, আজহার আলী, দানিশ আজিজ, ফাওয়াদ আলম, হায়দার আলী, নাসিম শাহ, হ্যারিস সোহেল, হোসেন তালাত, ইফতিখার আহমেদ, ইমরান বাট, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান-(উইকেটকিপার), রোহেল নাজির, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ, শাহীন শাহ আফ্রিদি, সাদাব খান, উসমান কাদির, ইয়াসির শাহ, জাফর গোহার, আহম্মদ বাট, ফাহিম আশরাফ, হ্যারিস রউফ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ মুসা, সোহেল খান।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

দলে ফিরতে পিসিবিকে ‘ব্ল্যাকমেইল’ করছেন আমির!

মালিককে নিয়ে বিস্ফোরক দাবি আফ্রিদির

বল টেম্পারিং কাণ্ডে আবারও প্রশ্নের মুখে অস্ট্রেলীয় ক্রিকেটাররা

আমার স্বপ্ন অনেক বড় : তাসকিন

আল জাজিরার প্রতিবেদনে দুর্নীতির প্রমাণ পায়নি আইসিসি