Scores

নিউজিল্যান্ড সিরিজের জন্য অজিদের টেস্ট দল ঘোষণা

চলতি মাসেই অস্ট্রেলিয়ায় যাবে নিউজিল্যান্ড জাতীয় দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে কিউইরা। সেই সিরিজকে সামনে রেখে ১৩ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ঘোষিত স্কোয়াডে জায়গা হারিয়েছেন ক্যামেরন ব্যানক্রফট। সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজের দলে ছিলেন তিনি। তবে স্কোয়াডের সদস্য সংখ্যা ১৪ থেকে কমিয়ে ১৩ করায় কপাল পুড়েছে ব্যানক্রফটের।

Also Read - নাহিদার ঘূর্ণিতে সহজ লক্ষ্য টাইগ্রেসদের সামনেতবে পার্থের দিবারাত্রির ম্যাচে ব্যানক্রফট থাকবেন রিজার্ভ খেলোয়াড় হিসেবে। গোলাপি বলের এই ম্যাচ দিয়েই শুরু হবে টেস্ট সিরিজটি।

সম্প্রতি পাকিস্তানকে ধবলধোলাই করে অস্ট্রেলিয়া। দুই ম্যাচেই পায় ইনিংস জয়ের দেখা। সেই সিরিজের দলে তাই আস্থা রাখছেন নির্বাচকরা।

অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেলের প্রধান ট্রেভর হনস বলেন, ‘পরের তিন টেস্টের জন্যও এই ব্যাটিং লাইনআপের উপর আস্থা রাখছি। ব্যানক্রফট এই স্কোয়াডে না থাকলেও স্ট্যান্ডবাই হিসেবে থাকছে। কন্ডিশনের উপর নির্ভর করে আমরা স্কোয়াডে নতুন করে কোনো খেলোয়াড়কে যুক্তও করতে পারি।’

স্বাগতিক অস্ট্রেলিয়া ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ম্যাচটি হবে পার্থে। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে ১২ ডিসেম্বর। ২৬ ডিসেম্বর ও ৩ জানুয়ারি শুরু হতে যাওয়া সিরিজের পরবর্তী ম্যাচ দুটির ভেন্যু মেলবোর্ন ও সিডনি।

একনজরে নিউজিল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড

টিম পেইন (অধিনায়ক), স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, জো বার্নস, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশানে, নাথান লায়ন, মাইকেল নেসের ও জেমস প্যাটিনসন।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

স্ক্যান রিপোর্ট হারিয়ে বিব্রত মিচেল মার্শ

নিউজিল্যান্ডের আরও তিনটি সিরিজের সূচি চূড়ান্ত

ধোনির সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ড ভাঙলেন হিলি

প্রিয়জন হারানোর শোক সামলে খেলতে নেমেছিলেন ওয়াটসন

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে রশিদ খানদের স্বপ্নভঙ্গ