██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

নিজেকে অনেক ভাগ্যবান মনে করেন তামিম

বাংলাদেশের হয়ে খেলতে পেরে নিজেকে ভাগ্যবান ভাবেন তামিম।

নিজেকে অনেক ভাগ্যবান মনে করেন তামিম

নিজেকে অনেক ভাগ্যবান মনে করেন তামিম

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2024-08-20T20:22:57+06:00

আপডেট হয়েছে - 2024-08-20T20:22:57+06:00

চট্টগ্রামের বিখ্যাত খান পরিবারে জন্ম তামিম ইকবাল খানের। চাচা আকরাম খান দেশের ক্রিকেটের ইতিহাসের সাথে জড়িয়ে আছেন। প্রয়াত বাবা ইকবাল খানের স্বপ্ন পূরণ করতেই ক্রিকেটার হওয়ার পথে পা বাড়িয়েছিলেন তামিম।   [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

 

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরুর পর লম্বা সময় কাটিয়ে দিয়েছেন। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে জহির খানকে ডাউন দ্যা উইকেটে তামিমের মারা সেই ছক্কার কথা কার না মনে আছে? সেই ছক্কা দিয়েই যেন নিজের আগমনী বার্তাটা দিয়েছিলেন তামিম। এরপর লম্বা সময় দেশের ক্রিকেটের ওপেনিংয়ের বড় ভরসা হয়ে ছিলেন। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিছুটা দূরে আছেন তিনি। তবুও দেশের ক্রিকেটে তাকে ভুলে যাওয়ার কোনো অবকাশ নেই।

তামিমবিহীন দেশের ওপেনিংয়ের ভঙ্গুর দশা এখন হরহামেশাই দেখা যায়। তামিমের অভাবটাও টের পাওয়া যায় হাড়ে হাড়ে। ক্যারিয়ারের শেষ দিকে এসে নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে বেশ খুশি তামিম। নিজেকে অনেক ভাগ্যবানও মনে করেন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর ম্যাগাজিন দ্যা ক্রিকেট মান্থলির সাথে আলাপকালে তামিম জানান, বাংলাদেশের হয়ে খেলার জন্য আপনাকে অনেক অনেক ভাগ্যবান হতে হবে। অনেক ক্রিকেটারই খেলে থাকে তবে এর মধ্যে কেবল অল্প কয়েকজন পারে নিজ দেশের প্রতিনিধিত্ব করতে। আমি যখন কোনো ক্রিকেট একাডেমিতে যাই তখন দেখি অনেক ছোট বাচ্চারা ক্রিকেট বা ফুটবল খেলছে। অনেক বাবা-মা তার ৭-৮ বছর বয়সী বাচ্চাদের অনেক চাপ দিচ্ছেন। তারা তাদের বাচ্চাদের জিজ্ঞেস করেন, “কেন তুমি এটা করতে পারছো না, কেন তুমি সেটা করতে পারছো না?”’

 

তামিম আরও বলেন, ‘আমি বুঝতে পারি তারা হয়ত নিজেরা কোনো দিন খেলেননি। তারা মেসি-রোনালদোদের খেলতে দেখেন এবং চান যেন তার সন্তান তাদের মত হতে পারে। যদি আমাকে সেই বয়সে এরকম কথা বলা হত, তাহলে আমার মনে হয় আমি খেলাকে ঘৃণা করতে শুরু করতাম। আমার মনে হয় আসলে এটি সঠিক কোনো ব্যাপার নয়। খেলাধুলার ক্ষেত্রে আমরা শিখে থাকি যে সবকিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে না। যদি আপনি আপনার বাচ্চাকে জোর করেন কোনো ব্যাপারে, তাহলে আসলে তা কাজে লাগবে না।’

 

নিজের সন্তানের ব্যাপারে তামিম বলেন, ‘আমার বাচ্চাদের আমি যেকোনো খেলা উপভোগ করতে ছেড়ে দিয়েছি। আমি আমার ছেলের ট্রেনিং সেশনেও যাই না। যদি সে ক্রিকেট খেলতে যায়, আমি তার সাথে যাই না। আমি তার সাথে আমাদের বাসায় বা এলাকার পার্কে খেলি, তবে ট্রেনিং সেশনে নয়। আমি সবসময় তার মাথার উপর বসে থেকে কী করা লাগবে তা বলতে চাই না।’

 

ক্রিকেট ক্যারিয়ার নিয়ে তামিমের মতামত, ‘আমি অনেক গর্বিত এবং কৃতজ্ঞ। আমি সবসময় বলি যে আমার এতকিছু থাকার কারণে আমি অনেক ভাগ্যবান। ক্রিকেটীয় দিক থেকে আমার দুই ধরনের আবেগ আছে। ভালো আবেগ এবং কিছু ক্ষেত্রে কোনো কিছু অর্জন করতে না পারার ব্যাপার। আমার মনে হয় এই আবেগ থাকাটাও জরুরি ব্যাপার। কেউই আসলে পারফেক্ট নয়। অনেক জায়গা আছে যেখানে আমি আরও ভালো করতে পারতাম বা অনেক বেশি কিছু অর্জন করতে পারতাম। আমি হয়ত তখন আরও খুশি হতাম। অন্য সবার মত আমারও দুঃখ আছে। তবে আমার আনন্দও আছে।’

 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা তামিম সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে।


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।               

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।



একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.