Scores

নিজেকে আনলাকি দাবি তাসকিনের

অফফর্ম, ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ। জিম্বাবুয়ে সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরার ইচ্ছে থাকলেও সেটা হয়নি। কঠির সময়ের মধ্যে পার হওয়া তাসকিন অনুপ্রেরণা খুঁজছেন তার আইডল মাশরাফি মুর্তজার কাছ থেকে।

নিজেকে 'আনলাকি'' দাবি তাসকিনের

জাতীয় দলের জার্সি গায়ে সর্বশেষ খেলেছেন গত মার্চে নিদাহাস ট্রফিতে। সেখানেও জ্বলে উঠতে পারেননি তিনি। নিদাহাস ট্রফি চলাকালীন পুরনো পিঠের ইনজুরিতে পড়তেন তাসকিন। এরই মাঝে উইন্ডিজ সিরিজ, এশিয়া কাপ শেষ হয়েছে। বর্তমানে চলছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ। এখনো জাতীয় দলে ফিরতে পারেননি তিনি।

জাতীয় লিগ চলাকালীন আবারো ইনজুরির কবলে পড়েছেন তাসকিন। বুধবার ফিজিও বায়েজিদুল ইসলামের সঙ্গে ইনজুরি নিয়ে আলোচনা করেন এই ফাস্ট বোলার। ইনজুরির কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে তিনি। নিজের এই দুঃসময় চলার কারণে আনলাকি দাবি করছেন নিজেকে।

Also Read - নতুন রেকর্ড গড়ে শচীনকেও পেছনে ফেললেন কোহলি


“সত্যিই আনলাকি। আল্লাহ কঠিন পরীক্ষায় ফেলেছে। তবে ফাস্ট বোলারদের ইনজুরির এমন উদাহরণ অনেক আছে। আমাদেরই একজন লিজেন্ড বোলার মাশরাফি ভাই। ওনারও কঠির সময় এসেছে। কিন্তু সকাল বাধা অতিক্রম করে ফিরতে পেরেছে। আমার বিশ্বাস আমি যদি সুস্থ থাকি আবার সব ঠিক থাকবে।”

জাতীয় লিগে সর্বশেষ পাঁচ উইকেট পেয়েছেন তাসকিন। এতেই তার আত্মবিশ্বাস বেড়েছিল। তবে ইনজুরিতে আবারো ভেঙে পড়েছেন এই পেসার। জিম্বাবুয়ে সিরিজে মাঠে নামার ইচ্ছে ছিল জানান তাসকিন। জাতীয় দলে ফিরতে যে তাকে কঠোর অনুশীলন ও পরিশ্রম করা লাগবে সেটা ভালো করেই জানেন তিনি। সেই জন্য প্রস্তুত জানিয়েছেন তাসকিন।

“আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চটা দিয়ে যত দ্রুত দলে ঢোকা যায়। যদিও দলে ঢোকা আমার হাতে নেই। যেটা আমার হাতে আছে কঠোর অনুশীলন করাটা। তো আমি চেষ্টা করছি। ১১০ ভাগ দেয়ার চেষ্টা করছি। সবশেষ ম্যাচে ৫ উইকেট পেয়েছিলাম। ওটা আমার আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছিলো। তো এখন ফিট থাকাটাই মূল লক্ষ্য।”

আরও পড়ুনঃ যে কারণে হঠাৎ দলে ডাক পেলেন সৌম্য

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন


Related Articles

আমি একা যাব না, সতীর্থদের সতর্কবার্তা দিলেন সরফরাজ

বল হাতে ‘সেঞ্চুরি’ করলেন রশিদ খান

‘নার্ভাস’ ছিলেন লিটন

ব্যাটিং-বোলিং, দুটোকেই দুষছেন হোল্ডার

গুরুতর নয় মুশফিকের ইনজুরি