Scores

নিজেকে ইব্রাহিমোভিচের মত মনে করেন বুমরাহ

ফুটবলার জ্‌লাতান ইব্রাহিমোভিচকে নিয়ে কম আলোচনা হয় না ক্রীড়াবিশ্বে। সুইডিশ এই ফুটবলারের উত্থান যেন রূপকথার গল্প। শুরুতে একজন সাধারণ ফুটবলার হিসেবে তাকে দেখা হলেও দ্রুতই হয়ে ওঠেন বড় তারকা। ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ নিজের সাথে ইব্রাহিমোভিচের মিল খুঁজে পান।

নিজেকে ইব্রাহিমোভিচের মত মনে করেন বুমরাহ -

সম্প্রতি ইনস্টাগ্রামে ভারতের সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মার সাথে সরাসরি আলাপকালে ইব্রাহিমোভিচের প্রসঙ্গ উঠে আসে বুমরাহর কণ্ঠে। স্পেনের লা লিগা, ইতালির সিরি আ ও ফরাসি লিগে তিনি প্রতিপক্ষের মনে কাঁপন ধরিয়ে ফুটবল বিশ্বের নজর কেড়ে নেন। অতিমানবীয় পারফরম্যান্সের কারণে তাকে সময়ের অন্যতম সেরা ফুটবলার হিসেবেও গণ্য করেন অনেকে।

Also Read - করোনা ইস্যুতে চার ক্রিকেটার নিয়ে বৈঠকে বসবেন মোদি


আলোচিত এই স্ট্রাইকারের সাথে নিজের মিল খুঁজে পান বুমরাহও। বলা ভালো, বুমরাহ নিজেকে ইব্রাহিমোভিচের মত মনে করেন। আবির্ভাবের পর খুব অল্প সময়েই নামডাক কাড়া তারকা পেসার বুমরাহ ক্রীড়াঙ্গনকে চমকে দেওয়ার দিক বিবেচনা করেই নিজেকে ইব্রাহিমোভিচের সাথে তুলনা করছেন।

বুমরাহ বলেন, ‘ওর সঙ্গে আমি আমার নিজের জীবনের অনেক মিল খুঁজে পাই। এক সময় জ্লাতানকে ফুটবল বিশ্বের কেউ সেভাবে পাত্তাই দিত না। কিন্তু সবাইকে চমকে দিয়ে সে নিজেকে বিধ্বংসী একজন স্ট্রাইকারে পরিণত করে। ওকে ছাড়া তার দলের প্রথম একাদশ ভাবাই যেত না।’


বুমরাহকে ছাড়াও এখন ভারতের প্রথম একাদশ ভাবা কঠিন। ইব্রাহিমোভিচের মতই তিনি নিন্দুকদের ভুল প্রমাণিত করেছেন- এমন দাবি করে ২৬ বছর বয়সী এই গতিতারকা বলেন, ‘আমার উত্থানও অনেকটা ওর মত। শুরুতে আমাকেও হালকাভাবে নিয়েছিল ক্রিকেট-বিশ্ব। কিন্তু আমি প্রত্যেককে ভুল প্রমাণ করেছি। এখনও সেই চেষ্টাই করে যাচ্ছি।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

ভারতীয় ধারাভাষ্যকারের সেরা একাদশে সাকিব, নেই ওয়ার্নার-বুমরাহ

বুমরাহকে ব্যঙ্গ করে বিপাকে ইসলামাবাদ ইউনাইটেড

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে রোহিত-বুমরাহদের উন্নতি

বুমরাহকে টিপস দিয়ে উপহাসের পাত্র মাঞ্জরেকার

আবারো ছিটকে গেলেন ভুবনেশ্বর