Scores

নিজেকে জেলখানার কয়েদির মত মনে হচ্ছে সাইফউদ্দিনের

চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি বাংলাদেশ তরুণ পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বিসিবি তাকে চিকিৎসার জন্য বাইরে পাঠানোর কথা থাকলে সেটি কবে তা এখনো চূড়ান্ত হয়নি।

সাইফউদ্দিনের বোলিং তোপের পরও আফগানদের বড় সংগ্রহ

দীর্ঘদিন ধরেই কোমরের পেছনের ইনজুরি বয়ে বেড়াচ্ছেন সাইফউদ্দিন। বিশ্বকাপে তো এই চোট নিয়েই খেলে গিয়েছেন। তার এই চোট বুঝে উঠতে পারছিলেন না দেশের চিকিৎসকরাও। তাই তাকে বিদেশে পাঠানোর কথা ভেবেছিল বিসিবি। সেখানে বায়োমেকানিক্যাল পরীক্ষার জন্য পাঠানোর কথা তাকে।

Also Read - তিন বছর পরপর বিশ্বকাপ চান গাঙ্গুলী!


তার অন্য সতীর্থরা যখন মাঠে খেলছেন তখন সেটি দেখা ছাড়া উপায় নেই সাইফউদ্দিনের। তাই তো বলেই দিয়েছেন নিজেকে জেলখানার কয়েদির মত লাগছে। বিডিক্রিকটাইমকে দেওয়া সাক্ষাৎকারে সাইফউদ্দিন বলেন,

“ক্রিকেটার হিসেবে আমরা মাঠে থাকতেই বেশি পছন্দ করি। যেহেতু অনেকদিন ধরেই একটা চোট বয়ে বেড়াচ্ছি, এটা নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। এর আগে একবার স্ক্যান করিয়েছি আবার করতে যাচ্ছি। এটির উপর নির্ভর করবে আমি কী করতে যাচ্ছি।”

“পরের পরিকল্পনা কী সেটা আমি জানি না। ফিজিও আছে তারাই ঠিক করবেন কী করব। পরিকল্পনা তো আছে কাল থেকেই মাঠে নামি। নিজেকে কারাগারের বন্দী কয়েদির মতো মনে হচ্ছে, খেলতে পারছি না কিন্তু সবাই খেলছে তা দেখছি।”

চোট নিয়ে আগেও খেলেছেন সাইফউদ্দিন। সামনেই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট খেলবে বাংলাদেশ। টেস্টে সুযোগ না পেলেও টি-টোয়েন্টিতে খেলতে চান সাইফ। তবে সেটিও নির্ভর করছে তার রিপোর্টের উপর।

“অবশ্যই ভারত সফরে যেতে চাই। রিপোর্টের উপর নির্ভর করবে। নির্বাচক, ম্যানেজমেন্ট যেটা চাইবে সেটাই করব।”

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

আজই যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন সাকিব

আজ থেকে আবারো বায়োবাবলে ক্রিকেটাররা

দ্রুতগতিতে এগোচ্ছে নড়াইল এক্সপ্রেসের জিম নির্মাণের কাজ

এবার ক্ষতিপূরণ পাবেন না মুস্তাফিজ

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ এ বছর সম্ভব নয় : পিসিবি