Scores

নিজেদেরই দোষারোপ করছেন তামিম

প্রতিপক্ষকে অল্প রানে গুটিয়েই যে জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল, এমনটি নয়। উইন্ডিজের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট জিততে তিনশ’রও বেশি রান তাড়া করা মুখের কথা নয়। তারপরও, ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতার ছাপও ছিল না বাংলাদেশের পারফরম্যান্সে। এ যেন হারার আগেই হেরে যাওয়া!

নিজেদেরই-দোষারোপ-করছেন-তামিম
ছবি: এএফপি

দুই ম্যাচের টেস্ট সিরিজের হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল কোনো অজুহাত দাঁড় করাতে চান না। দলের ব্যর্থতার জন্য তিনি দায়ী করছেন নিজেদেরই। সেই সাথে জানিয়েছেন নিজেদের ত্রুটিগুলোও।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোকে তামিম বলেন, আমাদের ব্যাটিং পাফরম্যান্স সামর্থ্য অনুযায়ীই হয়নিআমরা ভিন্নধর্মী উইকেটে খেলেছি, তবে সেটা এমন বাজে পারফরম্যান্স হওয়ার মত নয়বোলিং ভালো হচ্ছিলতাই বলে এমন নয় যে কোনো ইনিংসেই আমরা ২০০ করতে পারব নাএমনকি এবারও, আমরা ৩৩০-৩৪০ এর জন্য খেলছিলাম না, কিন্তু উইকেট ব্যাট করার মত ছিলআমরা প্রতিযোগিতায় আরও একটু টিকে থাকলে আকর্ষণীয় একটি ম্যাচ হতে পারত।’

Also Read - রাহীকে নিয়ে আশাবাদী অধিনায়ক


চলতি বছর বাংলাদেশের পারফরম্যান্সে নেই আগের ক্ষুরধার ভাব, ম্লান তামিমের ব্যাটিংও। এ যেন মনে করিয়ে দিচ্ছে ২০১৪ সালকে, যেবার সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বাজে সময় কাটিয়েছিল বাংলাদেশের ক্রিকেট। তামিমেরও মনে হয় তা-ই, ২০১৪ সালের পর আমার এমন অনুভূতি কখনও হয়নিতাই আমার পারফরম্যান্স নিয়ে মানুষজন কীভাবে ভাবছেন সেটি এড়িয়ে চলা আমার জন্য কঠিনতবে আমি জানি, আমার এমন বিষয়ের সাথে খাপ খাইয়ে নেওয়া উচিত।’

নিজের আউট হওয়া বলগুলো খেলা সহজ ছিল না মেনে নিলেও, তামিমের কণ্ঠে রইল আরও সাবধানী না হতে পারার আফসোস। তিনি বলেন, নিজস্ব অভিমত থেকে বলব, আমি যে চারবার আউট হয়েছি তার তিনবারই ভালো বল ছিলতবে এটাও বলতে হয়, আমার এগুলো ভিন্নভাবে মোকাবেলা করা উচিত ছিলএকজন সিনিয়র ক্রিকেটার হিসেবে আমার কাছ থেকে মানুষ রান চায়।’

আরও পড়ুন: সাকিবের চোখ এখন রঙিন পোশাকের ক্রিকেটে

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

পরিত্যক্ত উইন্ডিজ-ভারত প্রথম ওয়ানডে

সব ম্যাচ হেরে বিশ্বকাপ শেষ করলো আফগানরা

আফগানিস্তানের ম্যাচে পুলিশ মোতায়েন!

শাস্তি পেল শ্রীলঙ্কা ও উইন্ডিজ

পুরানের শতকের পরও পারল না ক্যারিবীয়রা