নিজেদেরকেই এগিয়ে রাখছেন ইমরুল
লিগ পর্বের দুই দেখায় দুবারই হেরেছে ঢাকা ডায়নামাইটস, জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালের মহারনের আগেই সেই আত্মবিশ্বাস নিয়েই কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস এগিয়ে রাখছেন নিজেদেরই।
শুক্রবার সন্ধ্যা সাতটায় ষষ্ঠ বিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস। ঢাকা স্বাগতিকদের ভূমিকায় থাকলেও খুব বড় বিপত্তির সম্মুখীন না হয়েই ফাইনালে আসা কুমিল্লা স্বভাবতই থাকছে ফুরফুরে মেজাজে।
ইমরুল বলেন, ‘এগিয়ে থাকার দিক থেকে এটাই বলতে পারেন যে আমরা দুটি ম্যাচে ওদের সঙ্গে জিতেছি। আত্মবিশ্বাসের দিক থেকে আমরা ভালো অবস্থানে আছি। কারণ একটি দলকে দুই বার যখন হারাবেন তখন আল্টিমেটলি প্রতিপক্ষ দল কিন্তু আমাদের নিয়ে তখন বেশি চিন্তা করবে আমাদের থেকে।’
Also Read - সুজন ভাই অনেক বড় মাপের কোচ: সালাউদ্দিনতবুও ম্যাচটি ফাইনাল বলে সমান সুযোগ থাকছে দুই দলেরই। লড়াইয়ে জয়ী হতে ইমরুল তাই গুরুত্ব দিচ্ছেন ঠাণ্ডা মাথায় খেলার উপর, ‘স্নায়ু ধরে রাখা গুরুত্বপূর্ণ। এখানে যে যত বেশি মাঠে ঠান্ডা থাকবে এবং যে যত পরিকল্পনা অনুযায়ী খেলতে পারবে তারাই সাফল্য পাবে। বেশি উত্তেজনা থাকলে আসলে সাফল্যের সুযোগটি কম থাকে।’
‘একদিন অনুশীলন করে সবকিছু পরিবর্তন করা যায় না। বা একদিনের অনুশীলনে পরিবর্তন হবে না। আমার কাছে মনে হয় ফাইনাল ম্যাচ কালকে, সবাই অনেক উত্তেজিত থাকবে। তবে আমরা যতটুকু মাঠে উপভোগ করতে পারবো সেটা ঠিকমতো করতে পারলে আমার মনে হয় সাফল্যের সুযোগটি বেশি থাকবে।’– বলেন তিনি।
সেরা ক্রিকেট খেলে নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তোলার ব্যাপারে ইমরুল বেশ আশাবাদী। তিনি আরও বলেন, ‘আমি বেশ খুশি যে আমরা প্রথম থেকে ফাইনাল পর্যন্ত বেশ ভালো ক্রিকেট খেলেছি। প্রত্যেক ক্রিকেটার মন থেকে চেয়েছে যে আমরা ফাইনাল খেলব। আসলে ফাইনাল ম্যাচটি ভাগ্যের ব্যাপার। আপনি বলতে পারবেন না যে, সব ম্যাচ জেতার পরেও ফাইনালে জিততে পারবেন। তবে আমরা চেষ্টা করব আমাদের সেরা ক্রিকেট খেলার। আর সেটা করতে পারলে ইনশাআল্লাহ ফলাফল আসবে।’