
বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ৯ ম্যাচে ৭ পরাজয়, শেষ ৪ ম্যাচের সবকটিতেই হার। উইন্ডিজের সাম্প্রতিক এই পরিসংখ্যান বিচার করলে সোমবারের (১৭ জুন) হাই ভোল্টেজ ম্যাচের আগে বাংলাদেশই এগিয়ে। যদিও শক্তিমত্তার বিচারে উইন্ডিজ মোটেও হেলাফেলার দল নয়।
তবুও নিজেদের পেছনে আন্ডারডগ তকমা দেখতে আপত্তি নেই উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারের।
বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগের দিন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আলাপকালে হোল্ডার জানান, বিশ্বকাপের মঞ্চে জয় তুলে নিতে মুখিয়ে থাকবে তার দল। তবে নিজেদের ভেবে নিচ্ছেন আন্ডারডগই।
হোল্ডার বলেন, ‘আপনারা যদি আমাদের আন্ডারডগ তালিকায় রাখতে চান তাহলে কোনো আপত্তি নেই। সাম্প্রতিক সময়ে তারা আমাদের বিপক্ষে ভালো খেলেছে। তবে এটি ভিন্ন মঞ্চ, আমরা প্রস্তুত আছি।’
তবে হোল্ডার বিশ্বকাপের কোনো দলকেই সহজভাবে নিতে নারাজ। তার ভাষ্য, ‘আমি মনে করি না কোনো দলই সহজ প্রতিপক্ষ। তবে পাঁচটি ম্যাচ হাতে রেখে এখনো আমি নিজেদের কোর্টে বল দেখতে পাচ্ছি। আমাদের ধারাবাহিক হতে হবে। ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই আমরা। কাল বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ জিতে সামনে যেতে চাই।’
টনটনের উইকেটে বাংলাদেশের স্পিনাররাই আক্রমণের মূলে থাকবেন, এমনটিই মনে করেন হোল্ডার। তিনি বলেন, ‘আমি উইকেট দেখেছি। কিছুটা ঘাস আছে। সাধারণত তারা স্পিনারদের উপর নির্ভর করে থাকে। আমরা আশা করি না কাল তারা এটা করবে না।’
‘আমাদের সবাই রানের জন্য ক্ষুধার্ত। এটি তাদের জন্য আরেকটি সুযোগ।’– বলেন গভীর ব্যাটিং লাইনআপসম্পন্ন দল উইন্ডিজের অধিনায়ক।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।