
হায়দ্রাবাদ টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলকে ৩৮৮ রানে অল-আউট করে স্বাগতিক ভারত। তবে প্রথম ইনিংসে ২৯৯ রানের বিশাল লিড পেলেও বাংলাদেশকে ২য় ইনিংসে ফলো-অনে বাধ্য করেনি ভিরাট কোহলির দল। এই সিদ্ধান্তে চমকে দেয় অনেককেই তবে নিজেদের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন চেতেশ্বর পুজারা।
Advertisment
চতুর্থ দিনের খেলা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই বিষয় কথা বলেন ভারতের টেস্ট ক্রিকেট দলের নিয়মিত টপ অর্ডার এই ব্যাটসম্যান।
তিনি জানান, “একশ’ ওভারের বেশি ফিল্ডিং করার ভাবনা ছিল বোলারদের এক সেশন বিশ্রাম দেওয়ার। তাহলে ওরা নিজেদের ফিরে পাবে, সতেজ হয়ে মাঠে ফিরতে পারবে।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ম্যাচের প্রথমদিন টস জিতে ব্যাট করতে নামে ভারত। প্রথম ইনিংসে ছয় উইকেট হারিয়ে ৬৮৭ রান সংগ্রহ করে ইনিংস ডিক্লেয়ার করে বিরাট কোহলিরা।
এদিকে, নিজেদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ৩৮৮ রান সংগ্রহ করে অলআউট হয় বাংলাদেশ। এরপর ভারত তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করত নেমে চার উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে ইনিংস ডিক্লেয়ার করে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করে অপরাজিত থাকেন চেতেশ্বর পূজারা।
আগামীকাল রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে টেস্টের পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য ভারতের দরকার সাত উইকেট, ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট জিততে হলে শেষদিন বাংলাদেশকে করতে হবে ৩৫৬ রান।
আরও দেখুন= হায়দ্রাবাদ টেস্ট ও আইসিসি টেস্ট র্যাংকিং।
- মাকসুদুল হক, প্রতিবেদক, বিডিক্রিকটাইম