Scores

নিজেদের দোষে ছিটকে পড়েছে পাকিস্তান: শোয়েব

পাকিস্তানি পেসার শোয়েব আখতার এবার নিজের উত্তরসূরিদের উপর চটেছেন। ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড হেরে যাওয়ায় পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্ন উধাও হয়ে গেছে বললেই চলে। যে সম্ভাবনা আছে তার বাস্তবায়ন রীতিমত অসম্ভব।

নিজেদের দোষে ছিটকে পড়েছে পাকিস্তান শোয়েব

আর এর পেছনে অন্য কারো নয়, পাকিস্তানি ক্রিকেটারদেরই দায় দেখছেন শোয়েব।

Also Read - বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মার্শ


শোয়েব বলেন, ‘উইন্ডিজের কাছে হারের কারণে আমাদের বড় ক্ষতি হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাও বৃষ্টির কারণে হল না। অস্ট্রেলিয়া বিপক্ষে জিততে পারতাম, ম্যাচটা হাতছাড়া করল। এই তিনটি ম্যাচ হাতছাড়া হওয়ার মাশুল গুনতে হচ্ছে। এতে কারো দোষ নেই, পাকিস্তানের নিজেদের দোষেই এই অবস্থা হয়েছে।’

চলমান বিশ্বকাপে ক্রিকেটের মান নিয়েও ক্ষোভ ঝরেছে শোয়েব আখতারের কণ্ঠে। তিনি মনে করছেন, আধুনিকায়নের সাথে সাথে বিশ্ব ক্রিকেটে বোলাররা অনেকটাই অসহায় হয়ে পড়ছেন।

শোয়েব বলেন, ‘এই বিশ্বকাপের ক্রিকেটের মান নিয়ে আমি খুশি নই। ক্রিকেটের মান ব্যাপকভাবে কমে গেছে। রান তোলা অনেক সহজ হয়ে গেছে। বোলারদের সেই মানই নেই। ১৯৯০ এবং ২০০০ এর দিকে বোলাররা যে মান বজায় রাখত তা এখনকার স্পিনার বা পেসারদের নেই। তিন-তিনটি পাওয়ার প্লে এবং তিনটি নতুন বলের ব্যবহার ব্যাটসম্যানদের রান তোলার কাজটি অনেক সহজ করে দিয়েছে।’

প্রসঙ্গত, শোয়েবের সাবেক দল পাকিস্তান রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার (৫ জুলাই) বাংলাদেশের মুখোমুখি হবে। আসরে বাংলাদেশেরও এটি শেষ ম্যাচ। লর্ডসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপ ফাইনালে ধৈর্যশীলতা দেখানোর পুরস্কার জিতল কিউইরা

‘আমি সর্বদা বলি, সমর্থকরা আমাদের দ্বাদশ খেলোয়াড়’

আইসিসিকে নিশামের খোঁচা

সুপার ওভারের নিয়মে পরিবর্তন আনল আইসিসি

বিশ্বকাপ-ফাইনালের বিতর্কিত নিয়ম ‘চলবে না’ বিগ ব্যাশে!