নিজের উইকেটই চিনতে পারছেন না সিলেটের অলক!
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে অলক কাপালি খেলছেন সিলেট সিক্সার্সের হয়ে। অলক নিজেও সিলেটের ছেলে। এই অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলের হয়ে খেলতে পারা তাই জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারের কাছে বিশেষ কিছু।

অলকের ক্যারিয়ার এখন শেষ প্রহর গুনছে। হয়ত আর বছর কয়েক পরই তুলে রাখবেন ব্যাট-প্যাড। তবে এই অলরাউন্ডারের পারফরম্যান্সে মরচে ধরেনি এখনও। মঙ্গলবার (১৫ জানুয়ারি) তার ৩৩ রানের অপরাজিত ইনিংসে চড়েই লজ্জা এড়িয়েছে সিলেট সিক্সার্স। তিনি ছাড়া দলের আর কারও রানই দুই অঙ্কের দেখা পায়নি। অলকের ব্যাট চওড়া না হলে হয়ত ইতিহাসের সর্বনিম্ন স্কোর গড়ত সিলেট!
একপেশে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসার মত মানসিকতা হয়ত অলক ছাড়া আর কারও ছিল না। সিলেটের ‘লোকাল ভয়’ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে উইকেট নিয়ে প্রকাশ করলেন হতাশা। তার দাবি, দলের এই ভয়ানক ব্যাটিং ব্যর্থতার কারণ উইকেটের অদ্ভুত আচরণ। অলক যে মাঠে খেলেন নিয়মিত, যে মাঠে করেন অনুশীলন; সেই মাঠের উইকেটই এবার তার কাছে ঠেকছে অচেনা!
গত বিপিএলে অবশ্য এমনটি দেখা যায়নি। সিলেট পর্বে বিপিএল দেখেছিল রানের ফোয়ারা। সেদিকে ইঙ্গিত করে অলক বলেন, ‘গত বছর উইকেট ফ্ল্যাট ছিল। টি-২০‘র জন্য সেরা উইকেট ছিল। আমরা ওভাবেই পরিকল্পনা করেছিলাম।’
Also Read - উইন্ডিজ টেস্ট দলে ফিরলেন ব্রাভো-হোল্ডারতাই তিনি মনে করেন, ক্রিকেটারদের প্রত্যাশা অনুযায়ী উইকেট নেই এবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ‘কিন্তু আমার কাছে মনে হয়েছে উইকেটের আচরণ প্রত্যাশা পূরণ করতে পারেনি।’– বলেন অলক।
উইকেটের এই আচরণে অলকের মনে হয়েছে- সীমিত ওভারের সংক্ষিপ্ততম ফরম্যাট দূরে থাক; খেলছিলেন তিন দিনের ম্যাচ! তিনি বলেন, ‘একটু সমস্যা হয়েছে। উইকেটে যেভাবে বাঁক নিচ্ছে মনে হয়েছে তিন দিনের ম্যাচ খেলছি।’
তিনি আরও বলেন, ‘আমরা শেষ তিন ম্যাচ কিন্তু খারাপ খেলিনি। যেটি হয়েছে আমার কাছে মনে হয় এটি আসলে দুর্ঘটনা। এখনই যে সব শেষ তা কিন্তু নয়। সামনে আরও ম্যাচ আছে।’
আরও পড়ুন: বুধবার বিপিএলে মাঠে নামছে যারা