Scores

নিজের করা গর্তে নিজেই পড়লেন ধোনি!

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শেষ দেখে ফেলেছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এমনকি আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্যও প্রথম উইকেটকিপার হিসেবে বিবেচনা করা হচ্ছে না। এমন সময় নিজের অতীতের কথা মনে করিয়ে দিলেন সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর।

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শেষ দেখে ফেলেছেন ধোনি? ছবিঃ এএফপি

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যেন এখন দলের বোঝা হয়ে আছেন। বিশ্বকাপেও ব্যাট হাতে কোন অতিমানবীয় ইনিংস উপহার দিতে পারেননি ধোনি। বিশ্বকাপ থেকেই ধোনির অবসর চাচ্ছিলেন দেশটির ক্রিকেট সমর্থকরা। এবার তো ধোনির অবসর নিয়ে চিন্তিত স্বয়ং ক্রিকেট বোর্ড বিসিসিআইও। সম্মানে অবসর নেওয়ার আহ্বান জানিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড।

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্যও তাকে বিবেচনায় আনা হচ্ছে না। সমর্থকদের মত ক্রিকেট বোর্ডেরও মত তরুণদের দিকে তাকানোর। ২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে তরুণদের সুযোগ দেওয়ার পক্ষে বোর্ড। ধোনি নিজে অধিনায়ক থাকাকালীনও এটিকেই প্রাধান্য দিতেন। আর সেটিই মনে করিয়ে দিলেন তার সাবেক সতীর্থ গৌতম গম্ভীর।

Also Read - আফগান ব্যাটসম্যানদের সামনে অসহায় স্বাগতিক বোলাররা


আমাদের এখনই ভবিষ্যতের কথা চিন্তা করা উচিৎ। যখন ধোনি অধিনায়ক তখন সে নিজেও তরুণদের উপর আস্থা রাখত বেশি। আমার এখনো মনে আছে অস্ট্রেলিয়া এক সিরিজ চলাকালীন ধোনি কী বলেছিল আমায়। অস্ট্রেলিয়ার মাঠ বড় হওয়ায় আমাকে বলেছিল শেবাগ ও টেন্ডুলকার, দুইজন একসঙ্গে একাদশে খেলানো সম্ভব নয়।”


“তার লক্ষ্য ছিল বিশ্বকাপে তরুণদের সুযোগ দিতে। আমার মনে হয় আবেগ বাদ দিয়ে বাস্তবতা চিন্তা করা উচিৎ এবং তরুণদের সুযোগ দেওয়ার এখনই উপযুক্ত সময়। রিশাভ পান্ট, ঈশান কিশান, সানজুদের মধ্যে যারই সামর্থ্য রয়েছে বেশি তাকেই উইকেটকিপার হিসেবে সুযোগ দেওয়া উচিৎ।”

ধোনির অবসরের ব্যাপারটি এখন একপ্রকার চূড়ান্ত। এমনকি আগামী বছর অস্ট্রেলিয়ায় বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায়ও নেই ধোনি। একটা সময় নিজে যেটি করতেন এখন যেন সেই গর্তেই পড়েছেন ভারতের এ বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

খেলা বন্ধের ‘অসচরাচর’ ৬ কারণ

শনিবার থেকে পুনরায় শুরু ক্রিকেট, সরাসরি দেখা যাবে ফেসবুকে

করোনাকে বিশ্বকাপের সাথে তুলনা করলেন শাস্ত্রী

বাংলাদেশ একাদশে ‘৩’ পরিবর্তন; হাসান মাহমুদের অভিষেক

বাবা হলেন জিম্বাবুয়ের নিয়মিত অধিনায়ক