নিজের কাঁধেই দোষ চাপালেন অশ্বিন
ক্রিকেট বিশ্বে এখন সবচেয়ে উচ্চারিত হচ্ছে কোন ক্রিকেটারের নাম? এই প্রশ্ন করা হলে যে কেউই হয়ত উত্তর দিবেন- ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন! আইপিএলের চতুর্থ ম্যাচে জস বাটলারকে মানকাডিং আউট করে বিতর্কের জন্ম দিয়েছিলেন। কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক দ্বিতীয় ম্যাচে (২৭ মার্চ) অবশ্য দেখেছেন পরাজয়ের মুখ।
বুধবার আসরের ষষ্ঠ ম্যাচে অশ্বিনের নেতৃত্বাধীন কিংস ইলেভেন পাঞ্জাবকে ২৮ রানের বড় ব্যবধানে হারায় কলকাতা নাইট রাইডার্স। স্বাগতিকদের ভূমিকায় থেকে কলকাতা প্রথমে জড়ো করেছিল ২১৮ রানের পাহাড়। ব্যাটিংয়ে সমন্বয়হীনতার কারণে একটা সময় আশা জাগিয়েও পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পাঞ্জাবকে।
Also Read - দুইদিনের মাথায় মুদ্রার উল্টো পিঠ দেখলেন অশ্বিনপাঞ্জাবের পরাজয়ের কারণ হিসেবে দায়ী করা হয় ভুল ফিল্ড সেটের দরুন নো বলের কারণে ১৭তম ওভারে আন্দ্রে রাসেলের উইকেট তুলে নিতে ব্যর্থ হওয়ায়। ম্যাচ শেষে অধিনায়ক অশ্বিন নিজের কাঁধেই চাপিয়েছেন হারের দায়।
অশ্বিন মনে করেন, ছোট ছোট কিছু বিষয়ে মনোযোগ কম দেওয়ার কারণেই দলকে এদিন পরাজয় বরণ করে নিতে হয়েছে। তিনি বলেন, ‘ছোট ছোট কিছু বিষয়ে আমাদের মনোযোগ ছিল না। এই ফরম্যাটে এসব ভুল হারের বড় কারণ হয়ে দাঁড়ায়।’
ম্যাচের আলোচিত নো বল কান্ডের দোষ নিজের কাঁধে চাপিয়ে অশ্বিনের দাবি, ‘পরের ম্যাচে আমাদের এসব ভুলের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমিই সব দায় নিচ্ছি।’
২ দিনের ব্যবধানে মুদ্রার অপর পিঠ দেখা ভারতীয় অলরাউন্ডার আরও বলেন, ‘বরুণ চক্রবর্তী অথবা হার্দুস ভিলজয়েনের দিকে আমার তাকানো উচিত ছিল। সে এই ম্যাচে অভিষিক্ত, এখান থেকে সামনে অনেক ভালো করবে। ১৫তম ওভারে বরুণ যেভাবে উত্থাপা ও রানাকে বল করেছিল তা যথেষ্ট ইতিবাচক ছিল।’
বল হাতে কলকাতাকে বেশি রান তোলার সুযোগ দিয়েছেন দাবি করে পাঞ্জাবের দলপতি রবিচন্দ্রন অশ্বিন জানান, ‘আমি ভেবেছিলাম ২০০ রান এই উইকেটে তাড়া করার মত সংগ্রহ। এ কারণেই ছোট ছোট ভুলের মাশুল আমাদের গুনতে হয়েছে। মোহালিতে আগে আমরা চারটি ম্যাচ খেলে চারটি ম্যাচেই জয়লাভ করেছিলাম। পরেরবার এখানে এসে জয় পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ।’