██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

নিজের কাজে সন্তুষ্ট নান্নু, সমালোচনা নিয়ে নেই আক্ষেপ

ইচ্ছা করেই করা হত সমালোচনা, দাবি নান্নুর।

নিজের কাজে সন্তুষ্ট নান্নু, সমালোচনা নিয়ে নেই আক্ষেপ

নিজের কাজে সন্তুষ্ট নান্নু, সমালোচনা নিয়ে নেই আক্ষেপ

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2024-02-28T16:00:42+06:00

আপডেট হয়েছে - 2024-02-28T16:00:42+06:00

লম্বা সময় ধরে জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন মিনহাজুল আবেদীন নান্নু। আগামী ২৯ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে সেই পদ থেকে সরে যাচ্ছেন নান্নু, পাবেন নতুন দায়িত্ব। লম্বা এই সময়ে অনেক উঠানামার মধ্যে দিয়ে গিয়েছে বাংলাদেশের ক্রিকেট।   [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

নান্নু-বাশারদের নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ হচ্ছে ২৯ ফেব্রুয়ারি।  

ফারুক আহমেদ প্রধান নির্বাচকের দায়িত্ব ছাড়ার পর দায়িত্ব নেন মিনহাজুল আবেদীন নান্নু। তার সময়েই জাতীয় দলে এসেছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়সহ একগাদা তরুণ প্রতিভাবান ক্রিকেটার। তবে ক্রিকেটাররা পারফর্ম করলে প্রশংসা হোক বা না হোক কেউ একটু খারাপ করলেই দোষারোপ করা হয়েছে নান্নুকে। প্রধান নির্বাচকের কড়া সমালোচনায় মেতেছেন অনেকেই। তবে বিদায়বেলায় সমালোচনা নিয়ে আক্ষেপ না করে নিজের কাজ নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন নান্নু।

বিডিক্রিকটাইমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নান্নু বলেন, ‘(৮ বছরের দায়িত্ব) ওভারল ভালোই ছিল। ক্রিকেটে উঠানামা থাকবেই এটা আমাদের সবাইকে মানতেই হবে। যতটুকু কাজ করেছি সততার সাথে এবং শৃঙ্খলার সাথে। সার্বিক আমাদের ১০ বছরের পারফরম্যান্স বিশ্লেষণ করলে দেখতে পারবেন বাংলাদেশের ক্রিকেট এখন কোন স্থানে আছে।’


সমালোচনা প্রসঙ্গে নান্নু জানান, ‘এটা তো ইচ্ছাকৃতভাবে অনেকে করত সবাই জানে। দেশবাসী জানে। এটা নিয়ে কোনো আক্ষেপ নেই। কাজের মূল্যায়ন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আমরা আরেকটা দায়িত্বে যাচ্ছি। এটা নিয়ে আক্ষেপ নেই। যথেষ্ট ভালোই কাজ করেছি। আমাদের সন্তুষ্টি আছে কাজ নিয়ে। হাই পারফরম্যান্স থেকে শুরু করে এ দল, জাতীয় দলে প্লেয়ারের সংখ্যা বাড়ানো হয়েছে। পাইপলাইনে যথেষ্ট ভালো ক্রিকেটার আছে। সামনে ৩ বছরের মধ্যে আমরা চাই বাংলাদেশের ক্রিকেট একটা শক্ত অবস্থানে অবস্থান করুক।’

 

তরুণদের সুযোগ দেওয়ার প্রসঙ্গেও কথা বলেছেন নান্নু। একসময় প্রচুর সমালোচিত নাজমুল হোসেন শান্তকে সিরিজের পর সিরিজ সুযোগ দিয়েছিল নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। সেই শান্তই এখন জাতীয় দলের অধিনায়ক। নান্নু বলেন, ‘অবশ্যই অনেকগুলো প্লেয়ারকে নিয়ে আমরা আত্মবিশ্বাসের সাথে এগিয়েছি। সব প্লেয়ার থেকে সমান পারফরম্যান্স আশা করতে পারবেন না। যদি ট্যালেন্ট থাকে সুযোগ পাবে। প্লেয়ারদের দায়িত্ব হচ্ছে পারফর্ম করা। ট্যালেন্ট দেখে আমরা সুযোগ দিয়েছি। এখন অনেক ভালো প্লেয়ার আছে। ইনশাল্লাহ আশা করি ভালো প্ল্যান করে যদি আগায় আমাদের ক্রিকেট ওদের থেকে আরও অনেক কিছু পাবে বলে আশা করছি।’

 বোর্ডে নতুন ভূমিকায় দেখা যাবে নান্নু-বাশারকে। 

ঘরোয়া ক্রিকেটে বড় দৈর্ঘ্যের ক্রিকেটে পরিকল্পনা বাস্তবায়ন করা প্রসঙ্গে নান্নু জানান, ‘সব কাজ আপনি সমানভাবে ঠিক পাবেন না। তারপরেও আমরা প্ল্যান করে আগাচ্ছি এবং আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। আমাদের এখন ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে এখন সুযোগ সুবিধা আছে। আরও ২টা জায়গায় যদি সুযোগ সুবিধা হয়ে যায় তাহলে প্ল্যানগুলোতে আমরা সফল হব।’

 

নান্নু আরও জানান, ‘অনেক (চ্যালেঞ্জিং) সময় গিয়েছে। কোভিডের সময় টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা অনেক সংগ্রাম করেছি। দ্বিপাক্ষিক সিরিজে আবার দল ভালো খেলেছে। ওভারল জার্নিতে সন্তুষ্ট।’


জাতীয় দলের নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিচ্ছেন গাজী আশরাফ হোসেন লিপু। এছাড়া বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করা হান্নান সরকারকেও অন্তর্ভূক্ত করা হয়েছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে। আগের প্যানেলের নান্নুর সাথে হাবিবুল বাশার সুমন বিদায় নিয়েছেন। রয়ে গেছেন আবদুর রাজ্জাক রাজ।   

 

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.