বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম দিনেই আলো ছড়িয়েছেন বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। তাদের মধ্যে অন্যতম পারভেজ হোসেন ইমন। ফরচুন বরিশালের অন্য ব্যাটসম্যানরা যেখানে রানের জন্য সংগ্রাম করছিলেন, সেখানে অনেকটাই স্বাচ্ছন্দ্যে ছিলেন তিনি। তুলে নিয়েছিলেন অর্ধশতকও।

৪২ বলে সাজানো ৫১ রানের ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা। দারুণ পরিণত এই ইনিংসে পারভেজ পেলেন তামিমের প্রশংসা। তবে তার ইনিংসটি আরেকটু বড় হলে দল নিশ্চিতভাবেই জিততে পারত বলে মনে করেন তামিম।
Also Read - দুঃসময়ে তামিমকে পাশে পাচ্ছেন মিরাজতামিম বলেন, ‘সে খুব ভালো ব্যাটিং করেছে। বল খুব ভালো স্ট্রাইক করছিল। যেভাবে খেলছিল ৬০-৭০ রান করতে পারত। ও সেটা পারলে আমরাও হয়ত ১৬০-১৭০ করতে পারতাম।’
যুব পর্যায়ে বিশ্বজয়ের পর পারভেজরা এখন মূলধারার ক্রিকেটে। দুই পর্যায়ের মধ্যে অনেক পার্থক্য খুঁজে পাচ্ছেন পারভেজ। নিজের সর্বশেষ ইনিংস নিয়ে সন্তুষ্ট, তবে তামিমের মতই কিছুটা আক্ষেপ- ইনিংসটা যদি আরেকটু বড় হত!
পারভেজ জানান, ‘আসলে পার্থক্যটা অনেক। এখানে অনেক বেশি এক্সপেরিয়েন্স লাগে। এক্সপেরিয়েন্সটায়ই পার্থক্য বেশি লেগেছে। যা হয়েছে আলহামদুলিল্লাহ, তবে এটা আরও ভালো করা যেত (নিজের ইনিংস নিয়ে)।’
প্রথম বলেই মেহেদী হাসান মিরাজ বিদায় নেওয়ার পর অধিনায়ক তামিমের সাথে দলের হাল ধরার দায়িত্ব নেন পারভেজ। সেই দায়িত্ব যে ঠিকঠাক পালন করেছেন, তা তো ইনিংসটাই বলছে। তামিমের মত বড় তারকার সাথে ব্যাটিং করতে পেরে উচ্ছ্বাস ঠিকরে পড়ছে ইমনের চোখেমুখে।
‘অনুভূতিটা অবশ্যই অনেক ভালো। আমার প্রিয় খেলোয়াড় উনি। উনার সাথে ব্যাটিং করতে পেরে সত্যি অনেক খুশি।’– বলেন পারভেজ।