Scores

নিজের ব্যাটিং নিয়ে বিচলিত নন শান্ত

বিসিবি প্রেসিডেন্টস কাপে হাসছে নাজমুল হোসেন শান্তর দল। অধিনায়ক হিসেবে শান্তর মুখেও হাসি। হাসছে না শুধু শান্তর ব্যাট। অবশ্য নাজমুল একাদশের অধিনায়ক এ নিয়ে মোটেও বিচলিত নন।

নিজের ব্যাটিং নিয়ে বিচলিত নন শান্ত

প্রেসিডেন্টস কাপে আধিপত্য ধরে রেখেছেন বোলাররা। কিউরেটর বদল বা বাউন্ডারির সীমানা ছোট করেও কাঙ্ক্ষিত রান-ফোয়ারার দেখা মিলছে না। ব্যতিক্রম শুধু নাজমুল একাদশের সর্বশেষ ম্যাচের প্রথম ইনিংস। ব্যাটিং বিপর্যয়ে পড়েও আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম ও ইরফান শুক্কুরের দৃঢ়চেতা ব্যাটিংয়ে ২৬৪ রানের ‘পাহাড়’ জড়ো করে দলটি। যদিও ম্যাচের ফিরতি ইনিংসে তথৈবচ- মাহমুদউল্লাহ একাদশ অলআউট ১৩৩ রানে!

Also Read - শেষ ওভারে জাদেজা, কেন ব্রাভো নয়?


তিন ম্যাচে দুই জয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে নাজমুল একাদশ। দলের সাফল্যে খুশি তরুণ অধিনায়ক নিজের অফ ফর্মে দেখছেন ক্রিকেটীয় দৃষ্টিতে- স্বাভাবিক হিসেবে।

আসরের উদ্বোধনী ম্যাচে মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষেই ২৮ রান এসেছিল শান্তর ব্যাট থেকে। ভালো করার ইঙ্গিত দিয়েও ইনিংসের ইতি ঘটায় দলের ব্যাটিং বিপর্যয়ের কাঠগড়ায় উঠেছিল শান্তর নামও। তাও ঐ ম্যাচে জয় পেয়েছিল দল। তামিমদের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে ৬ বলে ১ রান। সর্বশেষ ম্যাচে তো বড্ড বেমানানই মনে হচ্ছিল শান্তর ব্যাটিং। ১৪ বলে ৩ রান করে সাজঘরে ফিরেছেন দলকে ভীষণ চাপে ফেলে।

তবে শান্ত নিজের ফর্মকে দুঃসময় ভাবতে নারাজ। তিনি বলেন-

‘এরকম কিছু মনে হচ্ছে না আমার কাছে। ক্রিকেট খেলায় ভালো খারাপ হতেই পারে। আমি আশা করি সামনের ইনিংসগুলোতে ভালো করব।’

শান্তর এই আত্মতৃপ্তির আরও একটি কারণ হতে পারে দলের পারফরম্যান্স। ব্যর্থতা যেমনি অধিনায়কের কাঁধে বর্তায়, ঠিক একইভাবে তো সফলতাও! মাহমুদউল্লাহদের দ্বিতীয় লেগেও হারানোর পর তরুণ দলটির অধিনায়কের ভাষ্য, ‘ব্যাটিং বলুন বোলিং বলুন, ফিল্ডিং তো অসাধারণ; যেভাবে প্রত্যেক খেলোয়াড় দায়িত্ব নিয়ে খেলছে অবশ্যই ভালো লাগছে।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

তামিমের ব্যাটে রাজশাহীকে মাটিতে নামাল বরিশাল

ম্যারাডোনাকে শ্রদ্ধা জানিয়ে জয় উৎসর্গ করলেন শান্ত

শান্ত-আশরাফুলের ব্যাটে পয়েন্ট টেবিলের শীর্ষে রাজশাহী

সাইফউদ্দিনের ইনজুরি দুর্ভাগ্যবশত : শান্ত

‘ঘরোয়া লিগের নিয়মিত পারফর্মাররাই আমাদের দলে আছেন’