Scores

নিজের ভবিষ্যৎ জানেন না হাথুরুসিংহেও!

চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে কত ধরণের কথাই তো উঠছে! লঙ্কান ক্রীড়ামন্ত্রী রীতি ভেঙে কোচিং স্টাফ ভেঙে দেওয়ার জন্য বলেছেন। বিশ্বকাপ চলাকালীন সময়েই মনে হচ্ছিল, এই বুঝি হাথুরুসিংহের চাকরি যায় যায়! স্টিভ রোডসের বিদায়ের পর বাংলাদেশের কোচ হওয়ার গুঞ্জনও শোনা গিয়েছিল। তবে দলের বিশ্বকাপ-পরবর্তী সিরিজে বাংলাদেশের বিপক্ষে তিনিই থাকছেন লঙ্কানদের কোচের ভূমিকায়।

নিজের ভবিষ্যৎ জানেন না হাথুরুসিংহেও!
সংবাদ সম্মেলনের ফাঁকে বেশ কিছুক্ষণ টাইগার কোচ-অধিনায়কের সাথে কথা বলেন হাথুরুসিংহে।

তবুও তাকে নিয়ে গুঞ্জনের রেশ কি আর এত সহজে কাটে! সিরিজ পূর্ববর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তাই ‘বেরসিক’ লঙ্কান সাংবাদিকরা একের পর এক ছুঁড়লেন প্রশ্ন, বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত কোচ ও ভারপ্রাপ্ত অধিনায়কের সামনে করা যেসব প্রশ্নে জড়িয়ে ছিল হাথুরুসিংহের ভবিষ্যতের কথা।

Also Read - নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই— জানালেন তামিম


তবে সেসব প্রশ্নে পাত্তা না দিয়ে লঙ্কান কোচ জানালেন- নিজের ভবিষ্যৎ কী হতে পারে বা কী হতে যাচ্ছে তা জানেনই না তিনি।

হাথুরুসিংহে বলেন, ‘আমি এটা জানি না। কেউ আমাকে এ নিয়ে কিছু বলেনি। কোচিং স্টাফ পাল্টান হবে এমনটি আমি এখনো শুনিনি। কেউ এ নিয়ে কিছু বললেও মাঠের খেলায় এর কোনো প্রভাব পড়বে না। আমরা আমাদের মত করে খেলি এবং প্রতিপক্ষের দুর্বলতা আমাদের খুঁজে বের করতে হবে। তাই কোচিং স্টাফ নিয়ে কথাবার্তা দলের খেলায় কোনো প্রভাবই ফেলবে না।’

দফায় দফায় প্রশ্ন শুনে হাথুরুসিংহে মুখে রাখলেন রহস্যের হাসি। জানালেন, ‘বোর্ড আমাকে এ ব্যাপারে জানানোর পর আমি অবশ্যই সিদ্ধান্ত নিব। তবে এখন আমি এ ব্যাপারে কিছুই জানি না। আপনাদের কাছ থেকেই জানলাম!’

হাথুরুসিংহের ভবিষ্যৎ নিয়ে লঙ্কান সাংবাদিকদের প্রশ্নে খানিক বিব্রত হল পুরো সংবাদ সম্মেলন কক্ষই। শেষমুহুর্তে তাই সঞ্চালক সাংবাদিকদের উদ্দেশে বলেই দিলেন- আপনারা বোধহয় অগুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন!

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আফ্রিদির ‘শূন্যের’ সেঞ্চুরি

বিশ্বাসঘাতকদের নাম প্রকাশের হুমকি গুলবাদিনের

অনন্য রেকর্ড গড়লেন আলিম দার

আগে ব্যাট করেই ভারতের সিরিজ জয়

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট এবার স্মিথের হাতে