Scores

নিজের ভুল ধরতে পেরেছেন সাব্বির


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জাতীয় দলের ব্যাটসম্যান সাব্বির রহমান ভালো ফর্মে নেই। তিন নম্বর পজিশনে একদমই সুবিধা করতে পারছেন এই ক্রিকেটার। যার ফলে তাঁর জায়গা নিয়ে উঠে এসেছে প্রশ্ন! তবে সাব্বির কি ভাবছেন?

চ্যাম্পিয়ন্স ট্রফির বড় মঞ্চে নিজেকে চেনাতে পারেন নি সাব্বির। গুরুত্বপূর্ণ তিন নম্বরে পজিশনে যেন মানাতেই পারছেন না। তবে এখনি হাল ছেড়ে দিতে চান না সাব্বির। তিন নম্বর পজিশনের আদর্শ ব্যাটসম্যান হতে চান। এই ক্রিকেটার বলেন, “আমার প্রধান লক্ষ্য তিন নম্বর পজিশনের জন্য আদর্শ ব্যাটসম্যান হওয়া ও দলে অবদান রাখা। আমি অনেক পরিশ্রম করবো যেন দ্রুত আউট না হয়ে বড় ইনিংস খেলতে পারি।”

 
নিজের সমস্যা চিহ্নিত করতে পেরেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তিনি বলেন, “আমার দ্রুতগতির ও সুইং বলে মোকাবিলা করতে সমস্যা হচ্ছে। আশাকরি দক্ষিণ আফ্রিকা সফরের আগে নিজেকে প্রস্তুত করতে পারবো। আশাকরি দক্ষিণ আফ্রিকার বোলারদের মোকাবিলা করতে কোনো সমস্যা হবে না।”

Also Read - তরুণ মিরাজের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নাইট রাইডার্স


উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির চার ম্যাচে মাত্র ৫৯ রান করেছিলেন সাব্বির রহমান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সাব্বিরের পর একই ওভারে বিদায় নিলেন মুশফিকও

জমকালো আয়োজনে সাব্বিরের বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন

জাঁকাল আয়োজনে সাব্বিরের গায়ে হলুদ সম্পন্ন

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাব্বির

বিয়ের দাওয়াত নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সাব্বির