SCORE

সর্বশেষ

নিজ দেশেই ভর্ৎসনার শিকার স্মিথ-ওয়ার্নাররা

বল টেম্পারিং এর কারণে ক্রিকেট বিশ্বে বারবার নিন্দিত হচ্ছেন অস্ট্রেলিয়া দলের ক্রিকেটাররা। এবার নিজ দেশেও সমালোচনার শিকার হলেন তারা।

টেন সিসি ব্যান্ডের বিখ্যাত গান ড্রেডলক হলিডের লিরিক পরিবর্তন করে একটি মিউজিক ভিডিও বের করেছেন অজি রেডিও জকি ট্রিপল জে। সেখানে তিনি  বলেন আমরা ক্রিকেটে চুরি করি এবং ধরাও খাই।

Also Read - দেশে ফিরছেন ওয়ার্নার-স্মিথ-ব্যানক্রফট

সেখানে ১৯৮১ সালে করা আন্ডার আর্ম বলকেও তুলে আনা হয়। অজি কাপ্তান গ্রেগ চ্যাপেলকে করা হয় বিদ্রুপ। নিউজিল্যান্ডের বিপক্ষে সে ম্যাচের শেষ বলে কিউইদের দরকার ছিল ছয় রান। কিউইরা যেন ম্যাচ জিততে না পারে সেজন্য বড় ভাইয়ের নির্দেশে গড়িয়ে বল করেন গ্রেগ চ্যাপেলের ছোটভাই ট্রেভর চ্যাপেল।

এরই মধ্যে বল টেম্পারিংয়ের অভিযোগে প্রাথমিক শাস্তির সম্মুখীন হলেন অভিযুক্ত অস্ট্রেলিয়া জাতীয় দলের তিন ক্রিকেটার স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরুন ব্যানক্রফট। শাস্তি হিসেবে চলমান দক্ষিণ আফ্রিকা সফর অসমাপ্ত রেখেই তাদের তিনজনকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। আরও শাস্তির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে এই তিন ক্রিকেটার দেশে ফেরার পর।

এই তিন ক্রিকেটারের দেশে ফেরত আসতে হবে এমন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই স্কোয়াডে যুক্ত হবেন আরও তিন ক্রিকেটার। নতুন করে স্কোয়াডে ডাক পাওয়া তিন ক্রিকেটার হলেন- ম্যাট রেনশো, জো বার্নস ও গ্লেন ম্যাক্সওয়েল। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এমনটাই জানানো হয় অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে।

কেপটাউন টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল টেম্পারিং কেলেঙ্কারিতে অধিনায়ক স্মিথসহ নাম জড়ায় সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও তরুণ ব্যাটসম্যান ক্যামেরুন বেনক্রফট। খবরটি চাউর হওয়ার পর মুহূর্তেই শোরগোল পড়ে যায় পুরো ক্রিকেট বিশ্বে। ব্যাপারটি জানার পর স্মিথ ও অভিযুক্ত দুই ক্রিকেটারকে শাস্তির আওতায় আনার কথা জানান দেশটির সরকার। এরপর দায় মাথায় নিয়ে অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান স্টিভ স্মিথ। সেই সাথে সহ-অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার।

শাস্তি হিসেবে ম্যাচ ফি’র শতভাগ এবং  অস্ট্রেলিয়া ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজের চতুর্থ টেস্টে (জোহানেসবার্গ টেস্ট) নিষিদ্ধ ঘোষণা করা হয় স্মিথকে। তার বদলে দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান টিম পেইনকে।

মঙ্গলবারের সংবাদ সম্মেলনে সিএ-এর পক্ষ থেকে আরও জানানো হয়, আপাতত নতুন অধিনায়ক হিসেবে স্থায়ীভাবে কারও নাম ঘোষণা করা না হলেও দক্ষিণ আফ্রিকা সিরিজের বাকি অংশে দলকে নেতৃত্ব দেবেন টিম পেইনই।

আরো পড়ুনঃ

ভারত যাচ্ছে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল

Related Articles

আবারও লজ্জায় ডুবল অস্ট্রেলিয়া

মূল হোতা ওয়ার্নার?

আইসিসির দেয়া সাজায় বিস্মিত খোদ আইসিসি সভাপতি

স্মিথের অধিনায়কত্ব কেড়ে নিতে অস্ট্রেলীয় সরকারের নির্দেশ

বল টেম্পারিং এর অভিযোগ স্বীকার করলেন স্মিথ, ব্যানক্রফট