Scores

নিদাহাস ট্রফিতে সাব্বির-কায়েসকে নেওয়ার কারণ ব্যাখ্যা

নিদাহাস ট্রফির জন্য সোমবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ ঘরের মাঠে খেলা শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে আসন্ন এ প্রতিযোগিতার দলে এসেছে বেশ কিছু পরিবর্তন। যার মধ্যে ইমরুল কায়েসের স্কোয়াডে প্রত্যাবর্তন ও হতাশাজনক পারফরম্যান্সের পরও স্কোয়াডে সাব্বির রহমানের অন্তর্ভুক্তি আলাদাভাবে নজরে এসেছে সবার।

আমাদের ফাস্ট বোলাররা বিশ্বমানেরঃ নান্নু

ঠিক কি কারণে এ দুই ক্রিকেটারকে রাখা হয়েছে নিদাহাস ট্রফির দলে সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে, এর ব্যাখ্যা দেন টাইগারদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু

Also Read - নিদাহাস ট্রফিতে বাংলাদেশের কোচ ওয়ালশ


সাম্প্রতিক সময়ে সাব্বির রহমান ফর্মে না থাকলেও অভিজ্ঞতার সাথে গত এক বছরে তার নজরকাড়া পারফরম্যান্সের সাথে প্রতিপক্ষের কথা বিবেচনায় নিয়ে সাব্বিরকে দলে রাখা হয়েছে বলে জানান তিনি। ‘আপনারা যদি গত এক বছরের সাব্বিরের টি-টোয়েন্টি রেকর্ড দেখেন তাহলে আমাদের পক্ষে ও কিন্তু সর্বোচ্চটা রান সংগ্রাহক। বিদেশের মাটিতে যেহেতু দুইটা অভিজ্ঞ দলের সাথে খেলা সেজন্যই তাকে দলে নেওয়া।’

তাছাড়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সাব্বির যেহেতু খেলছেন তাই এ নির্বাচকের বিশ্বাস নিদাহাস ট্রফিতেও ভালো করবেন সাব্বির। সাব্বিরের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে এসময় তিনি বলেন, ‘ও যেহেতু পিএসএলে খেলতে গিয়েছে, আমি আশাবাদী সে এখানেও ভালো করবে।’

অন্যদিকে, ওপেনার ইমরুল কায়েস বাংলাদেশের হয়ে ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে এখনো পর্যন্ত বড় ধরণের সাফল্য পাননি। এমনকি তার ৯ এর চেয়ে কিছু বেশি গড়টাও অনেকটাই মলীন এ ফরম্যাটের তুলনায়। তাও কেনো তার অন্তর্ভুক্তি? এ প্রশ্নের জবাবে তিনি জানান, ইমরুল কায়েস আমাদের তৃতীয় ওপেনার। ও ভালো পেস বল খেলে, যেহেতু প্রেমাদাসায় খেলা, মাঠের বাউন্ডারি বড় আছে আর ভারত ও লঙ্কান পেসারদের আধিপত্য বিস্তারের সম্ভাবনা রয়েছে তাই তাকে দলে নেওয়া।’

প্রতিউত্তরে ইমরুলের চেয়ে ভালো ওপেনার কেউ নেই কিনা বাংলাদেশে এমন প্রশ্ন করা হলে প্রধান নির্বাচক বলেন, ‘অবশ্যই আছে। আমরা অভিজ্ঞতার দিকটা মূল্যায়ন করেছি। যেহেতু শ্রীলঙ্কা সিরিজটা আমাদের খারাপ গেছে আর ওর অভিজ্ঞতা আছে সাথে আমাদের ভিশন ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের চিন্তা আছে সে হিসেবে তাকে দলে নেওয়া হয়েছে।’

 


আরও পড়ুনঃ নিদাহাস ট্রফিতে বাংলাদেশের কোচ ওয়ালশ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বাংলাদেশকে বিশ্বকাপ জেতাতে চান ইমরুল

“নিজের নামের জন্য নয়, দেশের জন্য ক্রিকেট খেলব”

চার সতীর্থকে নিয়ে ফেসবুক লাইভে আসছেন সাকিব

হাতে ফোসকা পড়ে গেছে ইমরুলের

স্কিল-ফিটনেস বাড়িয়ে নেওয়ার সেরা সুযোগ দেখছেন ইমরুল