নিন্দুকদের উদ্দেশ্য করেই ওয়ার্নারের ‘চুপ’ উদযাপন
বিদায়ী টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই চোখজুড়ানো এক সেঞ্চুরি হাঁকিয়েছেন ওয়ার্নার।

নিন্দুকদের উদ্দেশ্য করেই ওয়ার্নারের ‘চুপ’ উদযাপন
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-12-14T21:04:35+06:00
আপডেট হয়েছে - 2023-12-14T21:04:35+06:00
চারপাশটা যেন বিষাক্ত হয়ে উঠছিল ডেভিড ওয়ার্নারের জন্য। টেস্টে একে ছিলেন না চেনা ছন্দে, তার ওপর পুরনো ভুলের কথা টেনে এনে তার বিদায়ী টেস্ট সিরিজের আগে খোঁচা মেরে বসেন সাবেক সতীর্থ মিচেল জনসন। কঠিন এই পরিস্থিতিতেই সমালোচকদের মুখ বন্ধ করে দিয়ে অসাধারণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন ডেভিড ওয়ার্নার।
ডেভিড ওয়ার্নার। ছবি : গেটি ইমেজস
পার্থ টেস্টের প্রথম দিনে পাকিস্তানের বিপক্ষে দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া। ২১১ বলে ১৬৪ রানের মহাকাব্যিক এক ইনিংস খেলেছেন ওপেনার ওয়ার্নার। সেঞ্চুরি ছুঁয়ে উদযাপনটাও করেছেন একদম দেখার মত। শুন্যে লাফিয়ে উঠে প্রকাশ করেছেন নিজের উচ্ছ্বাস। এরপর হাতের আঙুল মুখের কাছে লাগিয়ে নিন্দুকদের যেন বলতে চাইলেন, ‘চুপ, সবাই একদম চুপ!’ দিনের খেলা শেষে এমন উদযাপনের কারণও জানিয়েছেন অজি ওপেনার।
দিনের খেলা শেষ করার পর নিজের উদযাপন সম্পর্কে গণমাধ্যমের সাথে কথা বলেছেন, ‘আপনারা দেখেছেন এটি কী ছিল। এটি ছিল একটি ছোট সুন্দর ‘‘শশশসস’’।’
ওয়ার্নার আরও বলেন, ‘যারা আমাকে নিয়ে গল্প করতে চায়, হেডলাইন করতে চায়, হেডলাইন পেতে চায়। এসব ব্যাপার আসলে আমাকে খুব বেশি বিরক্ত করে না। আমাকে শুধু মাঠে গিয়ে ঠিকঠাকভাবে আমার কাজটা করে যেতে হবে এবং আমি যেভাবে খুশি সেভাবে উদযাপন করার অধিকার রাখি।’
মিচেল জনসনের প্রসঙ্গেও কথা বলেছেন ওয়ার্নার। অজি ওপেনার বলেন, ‘মিচ তার মতামত দেওয়ার অধিকার রাখে। সে একজন সাবেক ক্রিকেটার। এই ব্যাপারে জাস্টিন ল্যাঙ্গারের মন্তব্যটি হয়ত আপনি দেখে থাকবেন। এখানে ল্যাঙ্গারের মন্তব্য দেখে সবার মাঝে এটি ছড়িয়ে দেওয়া উচিত বলে আমার মনে হয়।’
জনসনের সমালোচনার জবাবে অজিদের সাবেক কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেছিলেন, ‘সবার সামনে জনসনের প্রশংসা করা উচিত ছিল এবং গোপনে নিন্দা করা উচিত ছিল।’
পার্থে ওয়ার্নারের সেঞ্চুরির সুবাদে প্রথম দিনের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ৩৬৪ রান তুলেছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ এটি।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।