██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট দক্ষিণ আফ্রিকা, জানালেন নাফীস

নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট দক্ষিণ আফ্রিকা, জানালেন নাফীস
Azmal Tanjim Shakir

Azmal Tanjim Shakirপ্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2024-09-30T20:55:25+06:00

আপডেট হয়েছে - 2024-09-30T20:55:25+06:00

অক্টোবরে শুরু হতে যাওয়া উইমেন'স টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু সামগ্রিক পরিস্থিতির কারণে তা বাংলাদেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যায় আইসিসি। এরপর শঙ্কা তৈরি হয় দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়েও। সেই শঙ্কা দূর হয়েছে। সিরিজের নিরাপত্তা ও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা সন্তুষ্ট বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস। 



শাহরিয়ার নাফীস মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "প্রথমত, আমরা খুবই খুশি দীর্ঘদিন পর বাংলাদেশে হোম সিরিজ হতে যাচ্ছে। দূর্ভাগ্যবশত আমরা বিশ্বকাপটা আয়োজন করতে পারিনি। সবকিছু পেছনে ফেলে আমরা আশা করি যে খুব সফলভাবে আমরা সিরিজটা আয়োজন করতে পারবে। টিম ইনশাল্লাহ খুব ভালো করবে, সেটা আমরা বিশ্বাস করি।"  

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে প্রতিনিধি পাঠিয়েছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। তাদের সকল চাহিদা পরিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন নাফীস। 

তিনি বলেন, "তাদের রিকোয়ারমেন্ট ছিল যে তারা আমাদের নিরাপত্তার অবস্থাটা দেখতে চেয়েছিল। সিরিজের ভেন্যু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে আলোচনা করে সাধারণত আমরা ভেন্যু ঠিক করি। ভেন্যু নিয়ে ওদের কোনো রিকোয়ারমেন্ট ছিল না।"




এ কাজ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ পুলিশ, সরকার ও বাংলাদেশ আর্মির সম্মিলিত ফল বলে মনে করেন নাফীস। তিনি বলেন, "আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আমরা অনেক খুশি। প্রি-সিরিজ যে রেকি দলটা এসেছিল, তাদের যেগুলো আবশ্যক ছিল সেগুলো নিয়ে আমরা সচেতন ছিলাম। আন্ত:বিভাগীয় সমন্বয় খুব ভালো হয়েছিল। পাশাপাশি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট যে অংশগুলো ছিল, মন্ত্রণালয় থেকে শুরু করে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আর্মি- তারা আমাদের যথেষ্ট সহায়তা করেছে। সম্মিলিত প্রচেষ্টায় আমরা তাদের আবশ্যক ব্যাপারগুলো পূর্ণ করতে পেরেছি।" 

"তারা এটা নিয়ে খুব সন্তুষ্ট যে বাংলাদেশে সিরিজ হতে কোনো সমস্যা নেই। তারা সেভাবেই জানিয়েছে এবং আমাদের ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছে।" 

২১ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২৫ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে হবে শুরু হবে দ্বিতীয় টেস্ট। 

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.