নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট লেম্যান
বাংলাদেশ-অস্ট্রেলিয়া মধ্যকার টেস্ট সিরিজে নিরাপত্তা ইস্যু নতুন কিছু নয়। ২০১৫ সালে সন্ত্রাসী হামলার কারণে নিরাপত্তাজনিত ইস্যু দেখিয়ে সিরিজ পিছিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে দুই বছর পর সব শঙ্কা কাটিয়ে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
তবে নিরাপত্তা ইস্যু যেন পিছু ছাড়ছে না বিসিবির। দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে হোটেলের যাত্রা পথে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাসকে কেন্দ্র করে ঢিল ছুঁড়ে। বিসিবি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে বিষয়টি তদন্ত করবে বিসিবি।
Also Read - 'দেড়শ রান কম করেছি আমরা'এই ঘটনার পর দুই দলেরই নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। বিসিবির এমন নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট অস্ট্রেলিয়ার প্রধান কোচ ড্যারেন লেম্যান। তাছাড়াও দুইবার প্রাণ পাওয়া ডেভিড ওয়ার্নার সুযোগ কাজে লাগানোতে খুশি লেম্যান।
“ঘটনা ঘটার পর আমরা বেশ হতভম্ব হয়েছিলাম। কিন্তু আমরা এখানে আসার পর থেকে নিরাপত্তা ব্যবস্থা অবিশ্বাস্য। আমাদের ও বাংলাদেশের নিরাপত্তা দল চমৎকার। এ ব্যাপারে আমাদের সঙ্গে তারা কথা বলেছে। এটি আমরা তাদের ওপর ছেড়ে দিয়েছি।”
তিনি আরো যোগ করেন, “আপনি সুযোগ হাতছাড়া করতে চান না, তাই না? আমরাও তাদের ইনিংসের শুরুতে দুটি সুযোগ হাতছাড়া করেছি। একটা বিষয় জানি, আপনাকে প্রতিটি সুযোগ নিতে হবে। যখন আমরা আবার বোলিংয়ে আসব চেষ্টা করব সব সুযোগ কাজে লাগাতে।”