Scores

নিরাপদে দেশে পৌঁছালেন ক্রিকেটাররা

শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বৃহস্পতিবার (১ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর দুইটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ক্রিকেটারদের বহনকারী ফ্লাইট।

 

বিমানবন্দরের বাইরে আসছেন তাসকিন ও মিরাজ। ফাইল ছবি

অবশ্য দেশে ফেরার পথে অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হয় বাংলাদেশ দল। শ্রীলঙ্কার স্থানীয় সময় ৭ টা ৪৫ মিনিটে ছিল টাইগারদের ঢাকা ফেরার ফ্লাইট। শ্রীলঙ্কা এয়ারলাইন্সের ফ্লাইট ইউএল ১৮৯ বিমানে উঠে পড়েছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটার, কোচ, কর্মকর্তা ও শ্রীলঙ্কায় থাকা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। কিন্তু নির্ধারিত সময়ে বিমান ছাড়তে পারেনি। যার ফলে কিছুক্ষণের মধ্যে বিমানে থাকা সবার মধ্যে উৎকণ্ঠার সৃষ্টি হয়।

Also Read - বিশ্বকাপে বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ নিয়ে সাকিবের ভাষ্য


কিছুক্ষণ পর পাইলট সবাইকে বিমান থেকে নেমে যেতে বলেন। পাইলট জানান, শ্রীলঙ্কা এয়ারলাইন্সের ফ্লাইট ইউএল ১৮৯ বিমানের বাম উইংয়ে সমস্যা দেখা দিয়েছে।  এমন সমস্যায় সবাইকে বিমান থেকে সাবধানে নামানো হয়। এই অবস্থায় এই বিমান আকাশে উড়লে বড় দুর্ঘটনা ঘটতে পারত। তাই বলা যায়, বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

পরে পৃথক একটি ফ্লাইটে ক্রিকেটাররা দেশের পথ ধরেন।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের তেমন কোনো সুখস্মৃতি নেই। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচেই বাজেভাবে হারার পর শূন্য হাতেই দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। মাঠের ফলাফল তো বটেই, পুরো সিরিজ জুড়ে টাইগারদের প্রদর্শিত পারফরম্যান্স নিয়েও অসন্তোষ জন্মেছে দেশের ক্রিকেট অঙ্গনে।

বাংলাদেশ দলের এই সফরে ছিলেন না ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সহ-অধিনায়ক সাকিব আল হাসান। ইস্টার সানডেতে শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনায় পুরো সিরিজে বিশেষ নিরাপত্তাব্যবস্থা ছিল টাইগারদের জন্য।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

১১ নং ব্যাটসম্যানের নির্ভয় ব্যাটিংয়ে প্রতিপক্ষেরও করতালি

ম্যানচেস্টার টেস্টে দাপট দেখাচ্ছে পাকিস্তান

বিশ্বকাপ ও মুস্তাফিজুর রহমান

একাধিক রেকর্ডে ২৪ বছরের অভাব ঘুচালেন মাসুদ

টি-২০ বিশ্বকাপ নিয়ে মুখোমুখি অবস্থানে ভারত ও অস্ট্রেলিয়া