নির্বাচকদের ব্যাপারে সিদ্ধান্ত নির্বাচনের পরে
৩১ ডিসেম্বর পর্যন্ত আছে নির্বাচকদের চুক্তি।

নির্বাচকদের ব্যাপারে সিদ্ধান্ত নির্বাচনের পরে
প্রকাশিত হয়েছে - 2023-12-24T18:32:25+06:00
আপডেট হয়েছে - 2023-12-24T18:32:25+06:00
জাতীয় দলের নির্বাচক প্যানেলে আছেন তিনজন সদস্য। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর সাথে আছেন হাবিবুল বাশার সুমন এবং আবদুর রাজ্জাক রাজ। আগামী ৩১ ডিসেম্বর বিসিবির সাথে তাদের চুক্তি শেষ হতে যাচ্ছে।
নির্বাচক প্যানেলের তিন সদস্য। ফাইল ছবি
এমন সময়ে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নির্বাচকের গুরুত্বপূর্ণ পদে বসতে যাচ্ছেন কারা? নাকি পুরনো প্যানেলের সাথেই হচ্ছে চুক্তি নবায়ন? এই বিষয়ে এখনও নিশ্চিত করে কোনো তথ্য জানায়নি বিসিবি। আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের পর এই ব্যাপারে বোর্ডে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।
গণমাধ্যমের সাথে আলাপকালে জালাল বলেন, ‘এটা (নির্বাচকদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া) আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। প্রধান নির্বাচক পরিবর্তন করা, নতুন কাউকে দেওয়া বড় একটা ব্যাপার। এটা নিয়ে সবাইকেই চিন্তাভাবনা (ব্রেইনস্টর্ম) করতে হচ্ছে, সময় লাগবে। তবে আমরা সিদ্ধান্তে আসব। ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের চুক্তি। এরপর চুক্তি নবায়ন হবে কি হবে নাসেটা পরের ব্যাপার।’
জালাল আরও বলেন, ‘আমাদের নিজস্ব আলাপ আলোচনা হয়েছে তাদের সঙ্গে। সিদ্ধান্তটা হবে নির্বাচনের পরে। আমরা ঠিকঠাক করে রাখতে পারি। বোর্ডে আলাপ আলোচনার পর (সিদ্ধান্ত) হবে।’
বিশ্বকাপে ব্যর্থতা এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ব্যাপারে জালাল বলেন, ‘(তদন্ত) কমিটির ওপর নির্ভর করছে। কমিটির কী ফাইন্ডিংসএগুলো বোর্ডে দেবে। বোর্ডে আলোচনা হবে।’
বর্তমানে প্যানেলের চুক্তি অনুযায়ী চলমান নিউজিল্যান্ড সফরের দলই তাদের নির্বাচন করা শেষ দল।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।