Scores

নির্ভার মোসাদ্দেক

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন ভারতে বাংলাদেশ দল। স্কোয়াডে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। নিদাহাস ট্রফিতে দলে না থাকলেও এ সিরিজ দিয়ে দলে ফিরেছেন তিনি। আফগানিস্তান সিরিজ নিয়ে চাপ নিচ্ছেন না বলে জানিয়েছেন মোসাদ্দেক।
নির্ভার মোসাদ্দেক
চোখের ইনজুরি কাটিয়ে ফিরেছিলেন ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে। প্রথম টেস্ট খেললেও এরপরেই বাদ পড়েন তিনি। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তার ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা।

এখন পর্যন্ত ৬ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে মোসাদ্দেক রান করেছনে ৯৯। এর মধ্যে এক ইনিংসে ছিলেন অপরাজিত। বল হাতে উইকেট নিয়েছেন দুটি।

ব্যাট হাতে সাত বা আটে নেমে টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যাটসম্যানদের গড়ে তোলা রানের সৌধকে শেষ ছোঁয়া দেয়ার কাজ তার। ব্যাটিংয়ের পাশাপাশি সামর্থ্য রয়েছে বল হাতে অবদান রাখারও। দুই বিভাগেই ভূমিকা রাখার সামর্থ্যই দুশ্চিন্তামুক্ত রাখছে মোসাদ্দেককে। মোসাদ্দেক বলেন, “আত্মবিশ্বাস আছে, আমার সুযোগ বেশি। যেহেতু আমি অলরাউন্ডার। একটা পাশে ভালো না করলে অন্যদিকে পুষিয়ে দেওয়ার সুযোগ থাকে।”

Also Read - ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে যোগ হলো চার দেশ


কোনো এক বিভাগে খারাপ হলে তাতে দুশ্চিন্তার কিছু নেই বলে মনে করেন এ অলরাউন্ডার। তিনি বলেন, “একটা দিকে কিছু না হলে টেনশন করার মতো কিছু নেই আমার।”

৩ জুন থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৫ জুন দ্বিতীয় এবং ৭ জুন সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ভারতের দেরাদুনে। প্রত্যেক ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।


আরো পড়ুন: নিজের জন্য বড় সুযোগ দেখছেন সৌম্য-। মূল সিরিজের আগে আফগানিস্তানের একটি দ্বিতীয় সারির দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। সেই ম্যাচে খেলার কথা রয়েছে বেশ কয়েকজন আফগানিস্তানের জাতীয় দলের ক্রিকেটারের। এর আগে এই মাঠে খেলেনি দুই দলের কেউই। তাই প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্য মূল সিরিজের আগে আত্মবিশ্বাস দিবে… 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনে বিসিবিকে নাফীসের ধন্যবাদ

ম্যাক্সওয়েলের তাণ্ডবে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ ভারত

কোল্টার-নাইল ও ম্যাক্সওয়েলের বীরত্বে জয়ে শুরু অস্ট্রেলিয়ার

লিস্ট ‘এ’ মর্যাদা পেল প্রিমিয়ার লিগের টি-২০

প্রিমিয়ার লিগের ওয়ানডের আগে টি-২০ টুর্নামেন্ট