Scores

নিলামে গেইল-রিয়াদদের স্বাক্ষরিত ব্যাট

করোনাভাইরাস মোকাবেলায় অনন্য উদ্যোগ গ্রহণ করেছে বঙ্গবন্ধু বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। করোনা মোকাবেলায় তহবিল গঠনে দলের সব ক্রিকেটারদের স্বাক্ষরিত একটি ব্যাট নিলামে তোলা হচ্ছে। করোনা সংকটে স্বাস্থ্যসেবা প্রচারণায় দলটির সাথে যুক্ত হয়েছে স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশন (এসবিএফ)।

করোনা মোকাবেলায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অনন্য উদ্যোগ

করোনার কারণে সৃষ্ট দুর্যোগে সচেতনতা সৃষ্টির জন্য গত এক মাস ধরে অনলাইনে প্রচারণা চালাচ্ছে চট্টগ্রামের প্রতিনিধিত্বকারী দলটি। এবার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে মনোযোগ দিচ্ছে চ্যালেঞ্জার্স। ২০১২ সালে প্রতিষ্ঠিত স্পৃহা ফাউন্ডেশনের সাথে মিলে তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে সর্বশেষ বিপিএলের শেষ চারে জায়গা করে নেওয়া এই জনপ্রিয় দল।

Also Read - সৌম্যর কাছে আগে ক্রিকেট, পরে স্ত্রী!

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ জানিয়েছে, দলটির খেলোয়াড়রা একটি ব্যাটে স্বাক্ষর করবেন যা তোলা হবে নিলামে। নিলাম থেকে অর্জিত অর্থের পুরোটাই করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যসেবা খাতে ব্যবহৃত হবে। চলোসবাইডটকম (www.choloshobai.com) প্লাটফর্মে তহবিল গঠনের ব্যবস্থা করবে স্পৃহা ফাউন্ডেশন। করোনায় স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের তহবিলে অন্তত ৬ লাখ টাকা উত্তোলন করতে চায় ফাউন্ডেশনটি।

এই ফাউন্ডেশনে যারা অনুদান দিবেন, তারাই পাবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের খেলোয়াড়ের স্বাক্ষর সম্বলিত ব্যাটটির মালিক হওয়ার সুযোগ। তহবিলে ১০ দিনের মধ্যে যিনি সবচেয়ে বেশি অনুদান দেবেন, তাকেই দেওয়া হবে এই ব্যাট। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের চিফ অপারেটিং অফিসার সৈয়দ ইয়াসির আলম বিষয়টি নিশ্চিত করে আরও জানিয়েছেন, করোনায় সৃষ্ট সংকট মোকাবেলায় আরও কিছু ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করছেন তারা।


২০১২ সালে প্রতিষ্ঠিত একটি সামাজিক অলাভজনক প্রতিষ্ঠান স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশন নিয়মিত মানুষের সহায়তায় কাজ করে চলেছে। করোনাভাইরাসে সৃষ্ট সংকটপূর্ণ সময়ে দলটি পাশে পাচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

‘ভারত ধন্যবাদ ও প্রশংসা প্রাপ্তির দাবিদার’

পিছিয়ে গেল অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

‘মাঝেমাঝে মনে হয় আমরা খাঁচায় বন্দী সার্কাসের প্রাণি’

করোনায় ইসিবির ক্ষতি ১৬.১ মিলিয়ন ইউরো

বাবাকে হারালেন চেতন সাকারিয়া