নিলামে ডাকই পেলেন না মুশফিক-রিয়াদ-সাইফউদ্দিন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের নিলাম সম্পন্ন হয়েছে। নিলামে নাম নিবন্ধন করলেও ডাক পাননি বাংলাদেশের তিন ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
ফলে এবারো আইপিএলে খেলার স্বপ্ন অধরা থাকল তাদের জন্য। রিয়াদ ও সাইফউদ্দিন নিলামে আগে থেকেই ছিলেন। নিলামের প্রাক্বালে নাম নিবন্ধন করেন মুশফিকও। তবে তাদের কারও নামই নিলামের জন্য ডাকা হয়নি।
Also Read - কেকেআরের জার্সিতে ফিরতে মুখিয়ে সাকিবতাদের ডাকার আগেই দলগুলোর শূন্যস্থান পূরণ হয়ে যায়, অথবা নতুন করে খেলোয়াড় দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কোনো দল। ফলে নিলামের কার্যক্রমের ইতি টানা হয়।
নিলামে মুশফিকের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ভারতীয় রুপি। রিয়াদ ৭৫ লাখ এবং সাইফউদ্দিন ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে ছিলেন। অনেক অখ্যাত খেলোয়াড় দল পেলেও তাদের নিলামে উঠারই সুযোগ হয়নি।
মুশফিক, রিয়াদ ও সাইফউদ্দিন দল না পেলেও এবারো আইপিএলে খেলা হবে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে কিনেছে তার সাবেক দল কলকাতা নাইট রাইডার্স। ভিত্তিমূল্যের ১ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস।
করোনার কারণে আইপিএলের সর্বশেষ আসর শুরু হয়েছিল অনেক দেরিতে। ভাইরাস সংক্রমণের ভয়ে তটস্থ বিসিসিআই নিজ দেশেও আসর আয়োজনের সাহস করেনি। তাই ১৩তম আসর মাঠে গড়িয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। তবে নতুন আসর নিজ দেশেই আয়োজন করবে বিসিসিআই। ভারত করোনার বাধা কাটিয়ে উঠে ইতোমধ্যে নিজেদের দেশে ক্রিকেট ফিরিয়েছে।