নিলামে ৫২০ কোটি টাকাও বুমরাহর জন্য কম হতো : নেহরা

প্রকাশিত হয়েছে - 2024-12-01T19:43:02+06:00
আপডেট হয়েছে - 2024-12-01T19:43:02+06:00
জাসপ্রিত বুমরাহর পারফরম্যান্স দেখে কে না মুগ্ধ হবেন! যিনি তার ঘোরতর শত্রু কিংবা নিন্দুক, তিনিও বুমরাহর পারফরম্যান্সের ভক্ত হতে বাধ্য। বুমরাহকে এখনকার সময়ের সেরা পেসার তো বটেই, অনেকে রাখতে চান সর্বকালের সেরা পেসারদের তালিকায়ও। এবার সাবেক পেসার আশিস নেহরার কাছ থেকে মূল্যবান মূল্যায়ন পেলেন বুমরাহ। নেহরা মনে করেন, আইপিএল নিলামে ৫২০ কোটি রুপিও কম হয়ে যেত বুমরাহর জন্য।
আইপিএলে এখন পর্যন্ত ১৩৩টি ম্যাচ খেলেছেন বুমরাহ, সবগুলোই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। ২০১৩ সালে প্রথমবার গায়ে জড়ান মুম্বাইয়ের জার্সি, সেবার মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পান। পরের আসরে ১১ ম্যাচ খেললেও ২০১৫ সালে খেলেন মাত্র ৪ ম্যাচ। এরপর ধীরে ধীরে হয়ে ওঠেন দলের প্রাণভ্রমরা। তবে এই দীর্ঘ যাত্রায় কখনই বুমরাহকে বাদ দেওয়ার কথা ভাবেনি এমআই। যার কারণে বুমরাহর নিলামেও ওঠা হয় না, বিসিসিআইয়ের রিটেনশন পলিসির নিয়ম মেনে একটা দাম পান নির্ধারিত অঙ্কে।
ভারতের সাবেক পেসার ও গুজরাট টাইটান্সের কোচ আশিস নেহরা মনে করেন, আইপিএল নিলামে বুমরাহর নাম উঠলে কোনো টাকাই তার জন্য যথেষ্ট হতো না। এবারের নিলামে প্রতিটি দল স্কোয়াড গঠনের জন্য খরচ করতে পেরেছে ১২০ কোটি রুপি করে। নেহরা মনে করেন, ৫২০ কোটি রুপি দাম পেলেও কম হয়ে যেত বুমরাহর।
নেহরা বলেন, ‘নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পরও বুমরাহ যেভাবে নেতৃত্ব দিয়েছে- অসাধারণ। ওকে হারানো সহজ নয়। আইপিএল নিলামে ও থাকলে অনেক কিছু হতে পারত। হয়ত ৫২০ কোটি রুপিও ওর জন্য কম হতো।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফি জয় দিয়ে শুরু করেছে ভারত। সিরিজের প্রথম ম্যাচে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ছিলেন না, তবে তার অভাব টেরই পেতে দেননি সহকারী অধিনায়ক বুমরাহ। নেতৃত্বগুণে প্রশংসা তো কুড়িয়েছেনই, একইসাথে ভারতীয় পেসার ম্যাচও জিতিয়েছেন বল হাতে। নেহরা বলেন, ‘বুমরাহ ভারতকে অনেক ম্যাচ দেখিয়েছে। পার্থ টেস্টে রোহিত ছিল না, ও নেতৃত্ব দিয়েছে, যার কারণে ওর কাঁধে বাড়তি চাপ ছিল। সেই চাপ যেভাবে সামাল দিয়েছে, ওর জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়।’
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।