Scores

নিশামকে একমাস তাড়া করেছে ফাইনালের দুঃস্বপ্ন!

অনেকটা সন্দেহাতীতভাবেই বলা যেতে পারে- সর্বশেষ বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ছিল ক্রিকেট ইতিহাসের সেরা একদিনের ম্যাচ। নির্ধারিত ওভারে টাই হওয়ার পর ম্যাচটি সুপার ওভারেও টাই হয়েছিল। বাউন্ডারির সংখ্যা বিবেচনায় ইংল্যান্ডকে বিশ্বকাপজয়ী ঘোষণা করার দিনে জয়ের খুব কাছে পৌঁছেও হতাশ হতে হয়েছিল নিউজিল্যান্ডকে।

নিশামকে একমাস তাড়িয়ে বেরিয়েছে ফাইনালের দুঃস্বপ্ন!

বিষয়টিকে নিউজিল্যান্ডের জন্য দুঃস্বপ্নই বলা চলে। নখ কামড়ানো ম্যাচে এমন সুযোগ হাতছাড়া করে বেশ মুষড়ে পড়েছিলেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। সেই ম্যাচে সুপার ওভারে কিউইদের হয়ে ব্যাট করা জেমস নিশামকে এক মাস তাড়া করিয়ে বেরিয়েছিল সেই দুঃস্মৃতি!

Also Read - টাইগারদের নতুন ফিজিও জুলিয়ান


নিশাম বলেন, ‘২০৫০ সালে আমি যখন অবসর কাটাতে টেবিল টেনিস খেলতে থাকব, তখনো আমার অপর পাশের ব্যক্তিটি হয়ত এই ম্যাচ নিয়ে কথা বলতে থাকবে। মানুষ অবশ্যই এটা নিয়ে কথা বলে স্বস্তি পাবে। ম্যাচ শেষ হওয়ার চার ঘণ্টা পর্যন্ত মানুষ হয়ত এ নিয়ে অনেক কথা বলেছে। কিন্তু আমাকে বিষয়টি হালকাভাবে নেওয়ার জন্য এক মাস সময় লেগেছে!’

সুপার ওভারের শেষ বলে একটি চার হাঁকাতে পারলেই বিশ্বকাপ জিতত নিউজিল্যান্ড। সেই বলে বাউন্ডারি হাতছাড়া করাকে নিশাম আখ্যা দিচ্ছেন তার দেখা সবচেয়ে বাজে দৃশ্য হিসেবে। এখনো যেন তাকে তাড়া করিয়ে বেড়াচ্ছে বিশ্বকাপ হাতছাড়ার সেই দুঃসহ মুহূর্ত।

নিশাম বলেন, ‘এটা এমন একটি বিষয় যে- প্রতি সকালে ঘুম থেকে উঠে আপনি কক্ষের ছাদের দিকে তাকিয়ে থাকেন আর ভাবতে থাকেন- এটা কী হল, বিশ্বাসই হচ্ছে না! পরের সকালেও আপনি তাই করতে থাকেন, এবং পরের চার সপ্তাহের প্রতিদিন।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

‘আমি সর্বদা বলি, সমর্থকরা আমাদের দ্বাদশ খেলোয়াড়’

আইসিসিকে নিশামের খোঁচা

সুপার ওভারের নিয়মে পরিবর্তন আনল আইসিসি

বিশ্বকাপ-ফাইনালের বিতর্কিত নিয়ম ‘চলবে না’ বিগ ব্যাশে!

ড্রেসিংরুমের ভেতরের কথা বাইরে না যাওয়াই ভালো: মুশফিক