Scores

নিষিদ্ধ হল আকিলা ধনঞ্জয়ার বোলিং

অবৈধ অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে আকিলা ধনঞ্জয়ার বোলিং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আকিলা ধনঞ্জয়ার বিরুদ্ধে অবৈধ অ্যাকশনের অভিযোগ

সম্প্রতি এক বিবৃতিতে আইসিসির পক্ষ থেকে জানানো হয়, শ্রীলঙ্কান এই অফ স্পিনারের বোলিং অ্যাকশন যে পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয়েছিল তার প্রতিবেদনে অ্যাকশন অবৈধ হওয়ার প্রমাণ পাওয়া গেছে।

এর ফলে এখন থেকে আন্তর্জাতিক ক্রিকেটে তার বল করার উপর বলবত থাকবে নিষেধাজ্ঞা। যদিও অ্যাকশনের ত্রুটি শুধরে আবারও ফিরতে পারবেন মাঠে। আর অনুমতি সাপেক্ষে খেলতে পারবেন ঘরোয়া ক্রিকেটে।

Also Read - সেঞ্চুরি করে অপরাজিত আশরাফুল

গত মাসে (ডিসেম্বর) ইংল্যান্ডের বিপক্ষে গল টেস্টে ধনঞ্জয়ার বিরুদ্ধে অবৈধ বা নীতিবিরুদ্ধ অ্যাকশনে বল করার অভিযোগ উঠে। বোলিং অ্যাকশন বৈধ, অবৈধ নয়- এটি প্রমাণ করার জন্য ১৪ দিন সময় পান তিনি। এই ১৪ দিনের মধ্যেই খেলেছেন ক্যান্ডি টেস্ট। তবে কলম্বো টেস্ট থেকে বাদ পড়েন পরীক্ষার আসনে বসতে হবে বলে।

আইসিসির পরীক্ষাগারে বোলিং অ্যাকশন পরীক্ষার পর অ্যাকশন অবৈধ বা নীতি বহির্ভূত প্রমাণিত হওয়ায় নিষিদ্ধ হয়েছে তার বোলিং। সেক্ষেত্রে বোলিং সত্তা নিয়ে দলে থাকা ধনঞ্জয়া আন্তর্জাতিক ক্রিকেট থেকেই বাদ পড়তে যাচ্ছেন, সেটি বলা বাহুল্য। পরীক্ষায় ফলাফলে অ্যাকশন অবৈধ আসলেও অবশ্য অ্যাকশন শুধরে বোলিংয়ে ফেরার সুযোগ থাকছে তার।

শ্রীলঙ্কার হয়ে ৪টি টেস্ট, ৩০টি ওয়ানডে ও ১৬টি টি-২০ ম্যাচ খেলা এই ক্রিকেটারের টেস্ট অভিষেক ঘটে গত ফেব্রুয়ারিতে। যদিও ২০১২ সালে গায়ে জড়ান ওয়ানডে ও টি-২০ ফরম্যাটের জার্সি। টেস্ট অভিষেকের বছরেই বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন, তাও আবার টেস্ট ম্যাচের বোলিং নিয়েই; আকিলা ধনঞ্জয়ার ক্যারিয়ারের জন্য এটি বেশ বড় এক ধাক্কাই। ধাক্কাটা তিনি সামলাতে পারবেন কি না, সেটিই এখন দেখার বিষয়।

আরও পড়ুন: উইন্ডিজকে ২৫৬ রানের টার্গেট দিল বাংলাদেশ

[মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভারে ২৫৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ব্যাট হাতে সর্বোচ্চ ৬৫ রান...বিস্তারিত]

Related Articles

ওয়ানডে র‍্যাংকিংয়ে পিছিয়েও শীর্ষ পাঁচে মিরাজ

দর্শকপ্রিয়তার রেকর্ড গড়ল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

আইসিসির সদস্যপদ পেল সুইজারল্যান্ড, মঙ্গোলিয়া ও তাজিকিস্তান

৩ আইরিশ ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ চূড়ান্ত