নিষেধাজ্ঞা থেকে হঠাৎ ‘মুক্ত’ উমর আকমল
জুয়াড়ির সাথে কথোপকথনের বিষয় লুকিয়ে তিন বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটার উমর আকমল। আপিলের প্রেক্ষিতে সেই নিষেধাজ্ঞা ১৮ মাস তথা দেড় বছরে নেমে এলেও সন্তুষ্ট ছিলেন না। আরেক দফা আপিল করেছিলেন, যার মাধ্যমে আরও ৬ মাস কমানো হয়েছে শাস্তি।
নতুন করে শাস্তি কমায় মূলত নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন পাকিস্তানের ক্রিকেটের ‘ব্যাড বয়’ হিসেবে পরিচিত এই ক্রিকেটার। তার যে ১২ মাস নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা, সেই সময়সীমা ইতোমধ্যে পেরিয়ে গেছে।
Also Read - বড় লিডের ইঙ্গিত দিয়ে দিন পার করল টাইগাররাসাজা কমানোর জন্য উমর আবেদন করেছিলেন আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। তার সেই প্রচেষ্টা বৃথা যায়নি। তবে পিসিবি জানিয়েছে, ক্রিকেটে ফিরতে হলে উমরকে বড় অঙ্কের জরিমানা দিতে হবে এবং দুর্নীতিবিরোধী পুনর্বাসন প্রক্রিয়া ঠিকঠাকভাবে পালন করতে হবে।
ফিক্সিংয়ের প্রস্তাব লুকানোর দায়ে তিন বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন পাকিস্তানি ব্যাটসম্যান উমর। ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরেও তা না জানানোর অপরাধে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে বরখাস্ত হয়েছিলেন তিনি। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ৩ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে পিসিবির শৃঙ্খলা-নিয়ন্ত্রণ কমিটি। পিসিবির শৃঙ্খলা আইনের ২.৪.৪ ধারা ভঙ্গ করায় এ শাস্তি দেয়া হয়েছিল তাকে।
পাকিস্তানের পক্ষে ১৬টি টেস্ট, ১২১টি ওয়ানডে ও ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আলোচিত এ ক্রিকেটার। যেখানে ব্যাট হাতে তার সংগ্রহ যথাক্রমে ১০০৩, ৩১৯৪ ও ১৬৯০ রান। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলে তার জন্য জাতীয় দলের দরজা খোলার সম্ভাবনা অবশ্য কম।