নিহত সেনাদের নিয়ে বিতর্কিত মন্তব্য, চাকরি হারালেন ধোনিদের ডাক্তার
এমনিতেই ক্ষোভে ফুঁসছে গোটা ভারত। তাতে যেন বাড়তি ঘি ঢেলে দিয়েছিলেন মধু ঠোট্টাপিল্লিল। নিহত সেনাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল চেন্নাই সুপার কিংসের চিকিৎসক। এর ফলে চাকরি হারিয়েছেন তিনি।
লাদাখের গালওয়ান ভ্যালিতে চীনা সৈনিকদের সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় সৈনিকের মৃত্যুর খবরে শোক জ্ঞাপন করছে গোটা ভারত। একই সাথে ক্ষোভ জানিয়েছেন নেটিজেনরা। সেই ঘটনায় জন্য গভীর শোক প্রকাশ করছেন অধিনায়ক বিরাট কোহলি সহ একাধিক ক্রিকেটার।
Also Read - ম্যাচ ফিক্সিংয়ের মামলায় কঠিন শাস্তির বিধান করছে পাকিস্তান
লাদাখ ইস্যুতে প্রতিক্রিয়া দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। চীনা সৈন্যদের সাথে হাতাহাতিতে কর্নেলসহ ২০ জন ভারতীয় সৈন্য নিহতের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি টুইট করেন সিএসকের টিম ডাক্তার মধু ঠোট্টাপিল্লিল।
যেখানে প্রধানমন্ত্রী মোদিকে সমালোচনা করে ঠোট্টাপিল্লিল লেখেন, ‘আমার জানতে ইচ্ছা করছে, শহীদ জওয়ানদের কফিনে কি এবার পিএম কেয়ার লেখা থাকবে?’
তার এমন মন্তব্য ভালোভাবে নেয়নি ভারতীয়রা। বিতর্কের পর সেই টুইট মুছেও দেন তিনি। তবে শেষরক্ষা হয়নি তাতে। শেষপর্যন্ত সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থনা করে খোদ চেন্নাই সুপার কিংস। একই সাথে ডাক্তার ঠোট্টাপিল্লিলকে চাকরীচ্যুত করে সিএসকে।
এ প্রসঙ্গে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে, ‘টিম ডাক্তার মধু থোট্টাপিল্লিলের ব্যক্তিগত টুইট সম্পর্কে আমরা কিছুই জানতাম না। এমন টুইটের জন্য ক্ষমাপ্রার্থী চেন্নাই সুপার কিংস। ম্যানেজমেন্টের এই বিষয়ে কোনো ধারণাই ছিল না।’
‘এমুহূর্তে গোটা দেশের সঙ্গে আমরাও শোকার্ত। আমরা এরই মধ্যে ব্যবস্থা গ্রহণ করেছি। এরই মধ্যে তার সঙ্গে দলের সকল সম্পর্ক বাতিল করা হয়েছে।’– সাথে আরও জানানো হয়।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।