Scores

নিয়মই জানতেন না উইলিয়ামসন!

ইতিহাসের সর্বকালের সেরা ফাইনাল ম্যাচ শেষে বিতর্ক যেন থামছেই না। ১০০ ওভার ও সুপার ওভারে দুই দফা টাই হওয়া ম্যাচে ইংল্যান্ড জয়ী হয়েছে বাউন্ডারির হিসেব কষে। তবে ম্যাচ শেষে জানা যায়, আম্পায়ারদের ভুলে ইংল্যান্ড ইনিংসে ১ রান বেশি পেয়ে যায় যা দলটির শিরোপা-ভাগ্য গড়ে দেয়।

নিয়মই জানতেন না উইলিয়ামসন!

এবার নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন জানিয়েছেন, ঐ মুহূর্তে তিনি ঐ নিয়ম সম্পর্কে জানতেনই না। আম্পায়ারের সিদ্ধান্তে সম্মান জানিয়ে সেই সময়ে এ নিয়ে মাথাও ঘামাননি টানা দুবার রানার্সআপ হওয়া দলটির অধিনায়ক।

Also Read - কোচিং স্টাফে বড় রদবদল আনছে ভারত


বিতর্কিত সেই সিদ্ধান্ত নিয়ে তখন খুব একটা ভাবেননি উইলিয়ামসনও। তিনি বলেন, ‘আমি আসলে সেই সময় নিয়মটা সম্পর্কেই জানতাম না। অবশ্যই আপনাকে আম্পায়ারের ভূমিকার উপর বিশ্বাস রাখতে হবে। আপনি অন্য একশটি থ্রোয়ের মতই ছুঁড়ে দিলেন, কিন্তু এটা এমনভাবে ঘটল যা আমরা কখনোই হয়ত ভাবিনি।’

ম্যাচের শেষ ওভার জন্ম দেয় দারুণ নাটকীয়তার। ঐ ওভারের (যে ওভারে প্রয়োজন ছিল ১৫ রান) চতুর্থ বলে স্টোকস পড়িমরি করে নেন ২ রান। রানআউট করতে গিয়ে ওভারথ্রো হয়ে যায় মার্টিন গাপটিলের ছুঁড়ে মারা বল, ফলাফল অতিরিক্ত ৪ রান। ওভারথ্রো হয় মূলত নন স্ট্রাইকিং প্রান্তে ছুটতে থাকা বেন স্টোকসের ব্যাটে লেগে।

ওভারথ্রো থেকে পাওয়া ৪ রানের সাথে স্কোর বোর্ডে যুক্ত হয় স্টোকসের দৌড়ে নেওয়া ২ রানও। তবে টফেলের দাবি, নন স্ট্রাইকিং প্রান্তে নিরাপদে পৌঁছোবার আগেই স্টোকসের ব্যাট ছোঁয়ায় এখানে একটি রান যোগ হওয়ার কথা ছিল। সাথে ওভারথ্রোতে সীমানা ছাড়া বল হিসেব করলে মোট রান দাঁড়ায় ৫। সেক্ষেত্রে ইংল্যান্ডের দলীয় সংগ্রহ দাঁড়াত ২৪০- নিউজিল্যান্ডের চেয়ে ১ রান কম!

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপ সেরার পুরস্কার আশা করেছিলেন সাকিবও!

বিশ্বকাপের শেষ ম্যাচেই অবসর নিতে চেয়েছিলেন মাশরাফি

স্টোকসের দৃষ্টিতে কোহলির অভিযোগটা ছিল ‘উদ্ভট’

বিশ্বকাপ ব্যর্থতার দায় নিজেদের কাঁধেই নিচ্ছেন মাশরাফি-তামিম

করোনা মোকাবেলায় জার্সি দান করলেন নিকোলস