Scores

‘নিয়মিত মুখ’ নিয়েই প্রোটিয়াদের ৩ সংস্করণের স্কোয়াড ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ও টি-টোয়েন্টি এবং আয়ারল্যান্ডে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ৩টি ভিন্ন ভিন্ন স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। দলে ফেরার গুঞ্জন থাকলেও আর ফিরছেন না এবি ডি ভিলিয়ার্স। টেম্বা বাভুমা ও ডিন এলগারকে অধিনায়ক করে নিয়মিত মুখদের নিয়েই ঘোষণা করা হয়েছে স্কোয়াডগুলো।

'নিয়মিত মুখ' নিয়েই প্রোটিয়াদের ৩ সংস্করণের স্কোয়াড ঘোষণা

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে দক্ষিণ আফ্রিকা। ১০ জুন থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। তারপরেই ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। এই সফরে টেস্ট দলের নেতৃত্বে থাকবেন এলগার ও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিবেন টেম্বা বাভুমা।

Also Read - শ্রীলঙ্কা সিরিজ সম্প্রচার দুই চ্যানেলে, প্রোডাকশনে রিয়েল ইমপ্যাক্ট

টেস্ট স্কোয়াডে অনভিজ্ঞ ক্রিকেটারদের আধিক্য দেখা যাচ্ছে। কাইল ভেরেইন, লিজাড উইলিয়ামস, প্রেনেলান সুব্রাইয়েন, মার্কো ইয়ানসেন, কীগান পিটারসেন ও সারল এরউইয়ের এখনো টেস্ট অভিষেক হয়নি।

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষেই আয়ারল্যান্ডে উড়াল দিবে প্রোটিয়ারা। আইরিশদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। এই সিরিজটি শুরু হবে ১১ জুলাই।

ওয়েস্ট ইন্ডিজ সফরের দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড : ডিন এলগার (অধিনায়ক), কুইন্টন ডি কক, সারল এরউই, বিউরান হেনড্রিকস, জর্জ লিন্ড, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, এইডেন মারক্রাম, ভিয়ান মুল্ডার, অ্যানরিখ নরকিয়া, কীগান পিটারসন, কাগিসো রাবাদা, র‍্যাসির ফন ডার ডুসেন, কাইল ভেরেইন, তাবরেজ শামসি, লিজাড উইলিয়ামস, প্রেনেলান সুব্রাইয়েন, মার্কো ইয়ানসেন।

ওয়েস্ট ইন্ডিজ সফরের দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি স্কোয়াড : টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিউরান ফরটান, রিজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, জর্জ লিন্ড, সিসান্ডা মাগালা, ইয়ানেমান মালান, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অ্যানরিখ নরকিয়া, অ্যান্ডিলে ফেহশুকাইয়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, র‍্যাসি ফন ডার ডুসেন, কাইল ভেরেইন, লিজাড উইলিয়ামস।

আয়ারল্যান্ড সফরের দক্ষিণ আফ্রিকা স্কোয়াড : টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, কেশব মহারাজ, রিজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, জর্জ লিন্ড, সিসান্ডা মাগালা, ইয়ানেমান মালান, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অ্যানরিখ নরকিয়া, অ্যান্ডিলে ফেহশুকাইয়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, র‍্যাসি ফন ডার ডুসেন, কাইল ভেরেইন, লিজাড উইলিয়ামস।

Related Articles

পাকিস্তানের বিপক্ষে সিরিজে আফগান স্কোয়াডে চমক

ভারতকে ৩ উইকেটে হারিয়ে ধবলধোলাই এড়াল শ্রীলঙ্কা

হারের জন্য ব্যাটিং ও ফিল্ডিংকে দুষলেন রিয়াদ

শাস্তি পেলেন প্রোটিয়া অধিনায়ক বাভুমা

চার দশক আগের স্মৃতির পুনরাবৃত্তি করল ভারত