
এখন থেকে নিয়মিত সব ফরম্যাটে খেলবেন বলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে আশ্বাস দিয়েছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ বছর থেকে তিনটি ফরম্যাটেই তাকে নিয়মিত দেখা যাবে, জানিয়েছেন বিসিবি সভাপতি।

টানা ক্রিকেটের ধকল সামলাতে অনেক সময়ই ছুটি নিতে দেখা যায় সাকিবকে। পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে থাকেন বলে সাকিবকেও প্রায়ই ছুটতে হয় যুক্তরাষ্ট্রে। এজন্য অনেক সিরিজ থেকে ছুটি নেওয়ার নজিরও আছে।
বাংলাদেশ দলের সর্বশেষ নিউজিল্যান্ড সফরেও সাকিব ছিলেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পরিবারকে সময় দেওয়ার জন্য অনেক সময়ই খেলা থেকে বিরতি নিতে হয়। তবে সাকিবকে ছাড়া খেলতে গেলে সবচেয়ে বড় সমস্যায় পড়ে দল। কারণ তার মত অভিজ্ঞ ও সেরা পারফর্মারের ঘাটতি ঘোচানোর মত খেলোয়াড় এখনও বাংলাদেশে নেই।
তবে বিসিবি সভাপতি জানালেন, সাকিব তাকে এখন থেকে সব ফরম্যাটে নিয়মিত খেলার ব্যাপারে আশ্বস্ত করেছেন। সীমিত ওভারের দুই ফরম্যাট ওয়ানডে ও টি-টোয়েন্টির মত টেস্টেও তাই সাকিব নিয়মিত খেলবেন, এমন প্রত্যাশা বিসিবি সভাপতির।
পাপন বলেন, ‘সাকিবের সাথে আমার শেষ যে কথা হয়, সেটার পর কথা বলেছে হয়ত আপনাদের সঙ্গে। আমার সঙ্গে যা কথা হয়েছে- সব ফরম্যাটেই সে খেলবে। ও জানুয়ারি থেকে সব ফরম্যাটে খেলবে। কোনো খেলা মিস করবে না। এর মধ্যে টেস্টও নিশ্চয়ই থাকবে।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
বিডিক্রিকটাইমের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।