Scores

নিয়ম ভাঙায় পিএসএল থেকে বাদ নাসিম শাহ

পাকিস্তান সুপার লিগকে (পিএসএল) করোনাভাইরাসের হানা থেকে মুক্ত রাখতে বেশ কঠোরভাবে কাজ করছেন  আয়োজকরা। করোনা প্রতিরোধের প্রটোকল ভাঙার দায়ে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের তরুণ পেস বোলার নাসিম শাহকে।


নিয়ম ভাঙায় পিএসএল থেকে বাদ নাসিম শাহ

এবারের পিএসএল অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।  পিএসএল খেলতে পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে যারা যাবে তাদের আগের ৪৮ ঘণ্টার মধ্যে করানো পিসিআর টেস্টের ফলাফল দেখাতে বলা হয়েছে। সেখানে নেগেটিভ আসলেই ক্রিকেটাররা হোটেলে উঠতে পারবেন। কিন্তু নাসিম শাহ যে রিপোর্ট জমা দিয়েছেন তা প্রায় এক সপ্তাহ পুরাতন।

Also Read - দ্বিতীয় ওয়ানডেতে একটি বড় শতক দেখব : আতহার

এ ঘটনার পর  পিএসএলের জন্য গঠিত তিন সদস্যের মেডিক্যাল অ্যাডভাইজরি প্যানেল তাকে পিএসএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্ত মেনে নিয়েছে নাসিমের দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সও।

এ ব্যাপারে পিএসএলের প্রধান বাবর হামিদ বলেন, “একজন তরুণ ফাস্ট বোলারকে এই ইভেন্ট থেকে বাদ দিয়ে পিসিবি মোটেও খুশি না। কিন্তু আমরা যদি এ নিয়মগুলো অবহেলা করি তাহলে পুরো টুর্নামেন্টটা ঝুঁকিতে পড়ে যাবে।” 

“এ সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের আমরা প্রশংসা করছি। এটি নিশ্চিত করে যে আমরা সবাই কঠোরভাবে প্রটোকল অনুসরণ করতে ও বাস্তবায়ন করতে রাজি আছি।”

মার্চে অস্ট্রেলিয়ার ফাওয়াদ আলম কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর একটি ম্যাচ স্থগিত করা হয়। এরপর আরও একাধিক ক্রিকেটার আক্রান্ত হলে টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া হয়। টুর্নামেন্টের ৩৪ ম্যাচের মাঝে অনুষ্ঠিত হয়েছে ১৪ ম্যাচ।

Related Articles

নিয়ম ভেঙে বাদ পড়েও আবার ফিরলেন নাসিম

পাকিস্তানের বিপক্ষে টেস্টে জয়ের পথে নিউজিল্যান্ড

পাকিস্তানের টি-টোয়েন্টি দলে নতুন মুখ নাসিম-হায়দার

আমি রুট-স্টোকসদের ভয় পাই না : নাসিম শাহ

রুট ছাড়া কোনো ইংলিশ ব্যাটসম্যানকে চেনেনই না নাসিম!