Scores

নিয়ম ভেঙে বেকায়দায় সাইনি

আইসিসির নিয়ম ভঙ্গ করে অভিযুক্ত হয়েছেন ভারতীয় ক্রিকেটার নবদ্বীপ সাইনি। ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিয়ম ভঙ্গের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

নিয়ম ভেঙে বেকায়দায় সাইনি

সাইনির বিরুদ্ধে অভিযোগ, ক্যারিবীয় ক্রিকেটার নিকোলাস পুরানকে সাজঘরে ফিরিয়ে তিনি অখেলোয়াড়সুলভ আচরণ করেছেন। ঐ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের বিপরীতে প্রতিরোধ গড়ার ইঙ্গিত দিচ্ছিলেন পুরান। তবে তার দ্রুতগতির ইনিংসটি বেশি বড় হয়নি।

Also Read - কোচ নন, দল সামলাবেন ম্যানেজার!


ম্যাচের প্রথম ইনিংসের পঞ্চম ওভারে পুরানকে উইকেটরক্ষক রিশাভ পান্টের ক্যাচে পরিণত করেন সাইনি। এরপর তার উদযাপনে ছিল আগ্রাসী ছাপ। এটিই বেমানান ঠেকেছে ম্যাচ অফিসিয়ালদের কাছে।

ফলে ম্যাচ শেষে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানো হয়। অভিযোগ জানান ম্যাচে দায়িত্ব পালন করা দুই অনফিল্ড আম্পায়ার গ্রেগোরি ব্র্যাথওয়েট ও নাইজেল ডুগুইড এবং তৃতীয় আম্পায়ার লেসলি রেইফার। তাদের অভিযোগের ভিত্তিতে সাইনিকে তলব করেন ম্যাচ রেফারি জ্যাফ ক্রো।

তবে সাইনি তার বিরুদ্ধে আসা অভিযোগের প্রেক্ষিতে দোষ স্বীকার করে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। তবে ভবিষ্যতে যেন এমন কোনো কাণ্ড করে না বসেন সেজন্য সতর্ক করা হয়েছে ২৬ বছর বয়সী এই তরুণ পেসারকে।

ঐ ম্যাচের মাধ্যমেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সাইনির। ভারতের ঘরোয়া আসরে নৈপুণ্য দেখানো এই ডানহাতি পেসার ২টি টি-টোয়েন্টি খেলে তিনটি উইকেট শিকার করেছেন। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ভারত ইতোমধ্যে জয় নিশ্চিত করেছে, প্রথম দুটি ম্যাচেই জয়লাভ করে। সিরিজের শেষ ম্যাচটি তাই হয়ে উঠেছে কেবলই আনুষ্ঠানিকতার।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আইসিসির চেয়ারম্যান হওয়ার বিষয়ে মুখ খুললেন সৌরভ

আইসিসির নিয়মে অসন্তুষ্ট শচীন; পরিবর্তনের দাবি

বিশ্বকাপ স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা আসছে দ্রুতই

২০১১ বিশ্বকাপ ফাইনালের সেই ঘটনার পর টসের নিয়মই পাল্টে যায়

সরে দাঁড়ালেন শশাঙ্ক মনোহর