Scores

নীরবেই দ্বিতীয় ইনিংস শুরু করলেন স্মিথ

বল টেম্পারিং কাণ্ডে ক্রিকেটীয় ব্যস্ততা থেকে সাময়িক ‘অনাকাঙ্ক্ষিত’ ফুরসত মিলেছে। ঘরোয়া ক্রিকেটে খেললেও নেই আন্তর্জাতিক ক্রিকেটের পাহাড়সম চাপ। এই সুযোগে বিয়ের শুভ কাজটা সেরে ফেলেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ।

নীরবেই দ্বিতীয় ইনিংস শুরু করলেন স্মিথ

অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে অনেকটা নীরবেই দীর্ঘদিনের প্রেমিকা দানি উইলিসকে বিয়ে করেন স্মিথ। শনিবার তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সৃষ্টির আগেই নীরবে বিয়ের কাজ সেরে ফেলেন দুজন।

সেপ্টেম্বরে এই যুগল গাঁটছাড়া বাঁধবেন, সেটি জানা গিয়েছিল আগেই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে স্টিভ স্মিথ নির্বাসিত হওয়ার পর তার বাবা পিটার স্মিথ গত এপ্রিলে জানিয়েছিলেন, তারকা পুত্র শুভ কাজটা সেরে ফেলবেন সেপ্টেম্বরে। মূলত ক্রিকেটীয় দুঃসময়ে চাপমুক্ত থাকতে এবং সময়টাকে কাজে লাগানোর মিলিত প্রয়াসই স্মিথ-উইলিসের এই বিয়ে।

Also Read - প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে তামিম


তাদের বিয়ের খবর প্রচার হয় উইলিস সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করলে। বছরখানেক আগে প্রেমিকা উইলিসকে হাঁটু গেঁড়ে বিয়ের প্রস্তাব দিয়ে সাড়া ফেলেছিলেন স্মিথ। এবার দীর্ঘদিনের প্রেমিকাকে আজীবনের সঙ্গী করে নিলেন এই জনপ্রিয় ব্যাটসম্যান।

উইলিসের পর স্মিথ নিজেও তাদের বিয়ে সম্পর্কে জানান। ইন্সটাগ্রামে দুজনের ছবি যুক্ত করে স্মিথ লিখেন, ‘আজ আমি আমার সবচেয়ে কাছের বান্ধবীর সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছি। দানি উইলিসকে সত্যিই দারুণ লাগছিল।’

স্মিথের বিয়েতে গণমাধ্যমের তেমন উপস্থিতি না থাকলেও উপস্থিত ছিলেন নাথান লায়ন, মিচ মার্শ, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, উসমান খাজার মত অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের বেশ কয়েকজন তারকা খেলোয়াড়। দক্ষিণ সিডনির বেরিমার বেনডুলি এস্টেটে বিয়ের পুরো আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পেশাদার ক্রিকেটার স্মিথের স্ত্রী উইলিস একজন আইনের ছাত্রী। বল টেম্পারিং ইস্যুতে জাতীয় দল থেকে বাদ পড়ার পর স্মিথের দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়ে স্মিথের ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। যদিও তাদের এই বিয়েতে ভেঙেছে স্মিথের অনেক নারী ভক্তের মন!

আরও পড়ুন: অস্ট্রেলীয়দের নিয়ে মঈন আলীর ক্ষোভ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

নিউজিল্যান্ডে চলে যাবে আসন্ন টি-২০ বিশ্বকাপ!

৬ জুন ফের ক্রিকেট শুরু হচ্ছে অস্ট্রেলিয়ায়

টিকটক ভিডিও বানাতে কোহলিকে চাপ দিচ্ছেন ওয়ার্নার!

এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চায় না অস্ট্রেলিয়া!

সালমান-রল্টনের সাথে ডিনার করতে চান ইমরুল