Scores

নেই তিন তারকা, প্রথমবারের মত কিউই দলে ব্যানেট

ঘরের মাটিতে ভারতের বিপক্ষে অনুষ্ঠিতব্য পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন নিউজিল্যান্ডের পেসার হামিশ ব্যানেট। এর আগে একটি টেস্ট ও ১৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেললেও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথমবারের মত ম্যাচ খেলতে যাচ্ছেন ৩২ বছর বয়সী ক্রিকেটার।

নেই তিন তারকা, প্রথমবারের মত কিউই দলে ব্যানেট

ব্যানেটের কপাল খুলেছে মূলত দলের নিয়মিত তিন পেসারের ইঞ্জুরিতে। ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও লকি ফার্গুসনকে ছাড়াই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে লড়বে স্বাগতিক নিউজিল্যান্ড। তিন তারকা পেসারই মাঠের বাইরে রয়েছেন চোটের কারণে। এছাড়া অলরাউন্ডার জিমি নিশামও চোটের কারণে ভারত সিরিজের দলে নেই।

Also Read - নাসুমকে বিশ্বমানের বোলার মনে করেন চট্টগ্রামের কোচ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে শেষবার আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়েছিল ব্যানেটের। ডাবলিনে সেই ম্যাচটি ছিল একদিনের। এই ফরম্যাটে তার অভিষেকও হয়েছিল বাংলাদেশের বিপক্ষে, ২০১০ সালে ঢাকায়।

বোল্টের হাতের চোট, হেনরির বুড়ো আঙুলের চোট ও ফার্গুসনের পায়ের চোট নিউজিল্যান্ডের জন্য অস্বস্তির হলেও তাতেই কপাল খুলে গেছে ব্যানেটের। এছাড়া দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন, যিনি চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে দলের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে পারেননি।

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের দলে থাকছেন অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। পরের দুই ম্যাচে তার বদলি হিসেবে থাকবেন টম ব্রুস।

একনজরে নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড

কেন উইলিয়ামসন (অধিনায়ক), হামিশ ব্যানেট, টম ব্রুস (সিরিজের শেষ দুই ম্যাচ), কলিন ডি গ্র্যান্ডহোম (সিরিজের প্রথম তিন ম্যাচ), মার্টিন গাপটিল, স্কট কুগেলেইন, ড্যারিল মিচেল, কলিন মুনরো, রস টেলর, ব্লেয়ার টিকনার, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি, টিম সাউদি।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

নিউজিল্যান্ডে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

জোন্সকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন ব্রেট লি

বাংলাদেশ গাইডলাইন না মানলে স্থগিত হবে সিরিজ : এসএলসি

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে রশিদ খানদের স্বপ্নভঙ্গ

‘বাংলাদেশিরা বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় নিরাপদে থাকবে’