Scores

নেই ব্রড-রুট ও ওপেনার, বিতর্কিত টেস্ট দল সাজালেন পূজারা

করোনা পরবর্তী ক্রিকেটে টেস্ট ফরম্যাট স্টুয়ার্ট ব্রডের আগুন টের পাচ্ছে ভালোভাবেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য দেশকে সিরিজ জেতালেন, বিধ্বংসী ছিলেন পাকিস্তানের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টেও। অথচ সেই ব্রডই কিনা টেস্ট দলের সেরা ১৩ ক্রিকেটারের মাঝে নেই!

নেই ব্রড-রুট ও ওপেনার, বিতর্কিত টেস্ট দল সাজালেন পূজারা

সম্প্রতি নিজের দেখা সেরা টেস্ট দল সাজিয়েছেন ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। সেই দলে ব্রডকে রাখেননি তিনি। এছাড়া বিতর্ক আছে আরও। বর্তমান সময়ের অন্যতম সেরা টেস্ট অধিনায়ক জো রুটও নেই পূজারার দলে। আর দলে স্পেশালিষ্ট ওপেনার রেখেছেন মাত্র একজন!

Also Read - করোনায় আক্রান্ত মোশাররফ রুবেল, আইসিইউতে বাবা


সম্প্রতি ক্রিকবাজ এর সাথে আলাপকালে পূজারা তার এই টেস্ট দলের কথা জানান। মজার বিষয়, পূজারা দলে নিজেকেও রেখেছেন। ১৩ সদস্যের দলের চারজনই ভারতীয়। তিনি ছাড়া বাকিরা হলেন বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন ও জাসপ্রিত বুমরাহ। বেছে নিয়েছেন রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামিকেও। অবশ্য জাদেজা ও শামিকে দ্বাদশ ও ত্রয়োদশ সদস্য হিসেবে রেখে দল সাজিয়েছেন।

ওপেনার হিসেবে বেছে নিয়েছেন ডেভিড ওয়ার্নারকে, সাথে আছেন কেন উইলিয়ামসন যিনি মূলত মিডল অর্ডারে ব্যাট করেন। ইংল্যান্ড থেকে শুধু বেন স্টোকসকে রেখেছেন একাদশে। উইকেটরক্ষক হিসেবে আছেন বিজে ওয়াটলিং। এছাড়া স্টিভ স্মিথ, প্যাট কামিন্সের সাথে পূজারার বাছাইকৃত বর্তমান সময়ের সেরা টেস্ট দলে জায়গা পেয়েছেন কাগিসো রাবাদা।

একনজরে পূজারার বাছাইকৃত সেরা টেস্ট দল-

ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, স্টিভ স্মিথ, বেন স্টোকস, বিজে ওয়াটলিং (অধিনায়ক), রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, প্যাট কামিন্স, কাগিসো রাবাদা।

দ্বাদশ ও ত্রয়োদশ খেলোয়াড় : রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

নিউজিল্যান্ডে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

জোন্সকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন ব্রেট লি

বাংলাদেশ গাইডলাইন না মানলে স্থগিত হবে সিরিজ : এসএলসি

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে রশিদ খানদের স্বপ্নভঙ্গ

‘বাংলাদেশিরা বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় নিরাপদে থাকবে’