Scores

ক’রোনা পরীক্ষায় ‘নেগেটিভ’ সাইফ, চতুর্থ পরীক্ষা মঙ্গলবার

ক’রোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশি ক্রিকেটার সাইফ হাসানের দ্বিতীয় নমুনা পরীক্ষার ফল ‘পজিটিভ’ এলেও তৃতীয় নমুনা পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এসেছে। সেই হিসেবে তিনি এখন ক’রোনামুক্ত। যদিও আক্রান্ত হওয়ার পর আরও একবার (চতুর্থ) নমুনা পরীক্ষার আগ পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। 

ক'রোনা পরীক্ষায় 'নেগেটিভ' সাইফ, দ্বিতীয় পরীক্ষা মঙ্গলবার
সাইফ হাসান। ফাইল ছবি

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ক’রোনা আক্রান্ত ক্রিকেটার সাইফের নমুনা তৃতীয়বারের মত সংগ্রহ করা হয়। সেই নমুনা পিসিআর ল্যাবে পরীক্ষার ফল প্রাপ্ত ফলাফলে জানা গেছে, সাইফের দেহে ক’রোনা ভাইরাসের উপস্থিতি নেই। 

Also Read - যেভাবে সাজানো হল বিসিবির 'বায়ো-সেফটি বাবল'


তবে ক’রোনা থেকে সুস্থ হওয়ার ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আদর্শ নীতিমালা অনুযায়ী, আরও একবার ক’রোনা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সাইফকে। সাইফের চতুর্থ সেই পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)।

গত ৭ সেপ্টেম্বর সংগ্রহ করা নমুনার ফলাফলে ৮ সেপ্টেম্বর ক’রোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন সাইফ। এক সপ্তাহ পর আবারো তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। যদিও সেই নমুনা পরীক্ষার ফলও পজিটিভ আসে। তৃতীয় পরীক্ষায় নেগেটিভ ফল পাওয়া তাই সাইফের জন্য স্বস্তির খবর।

ক’রোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ায় শ্রীলঙ্কা সফরের ভাবনা থেকে সাইফকে দূরে রেখেছেন নির্বাচকরা। যদিও টাইগারদের শ্রীলঙ্কা সফর এখনো চূড়ান্ত হয়নি। সাইফ যখন ক’রোনা নেগেটিভ হওয়ার সুখবর পেলেন, বিসিবি তখন বাকি ক্রিকেটারদের নিয়ে স্কিল ক্যাম্প শুরুর ঘোষণা দিয়েছে। দল সফরে গেলে এবং সাইফ তার আগে সেরে উঠলে শ্রীলঙ্কা সফরের দলে যুক্ত হতে পারেন তিনি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

নিউ নরমালে হাঁপিয়ে উঠেছেন আর্চার

ডিসেম্বরেই দর্শক ফিরবে আন্তর্জাতিক ক্রিকেটে!

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য অভিজ্ঞতা সঞ্চয় করছে বিসিবি

করোনা পরীক্ষা করিয়ে পুরস্কার দিতে এসেছিলেন পাপন

বেতন কর্তনে সম্মতি দিলেন ইংলিশ ক্রিকেটাররা