Scores

‘নো-বল’ বিতর্কের সমাধানে আইসিসির অভিনব উদ্যোগ

ক্রিকেট ম্যাচে টেলিভিশন আম্পায়ার বা তৃতীয় আম্পায়াররা বেশ আয়েশ করেই থাকেন। অন ফিল্ড দুই আম্পায়ার কোনো প্রয়োজনে দ্বারস্থ না হলে টিভি আম্পায়ারদের তেমন কোনো কাজ নেই। তবে এবার বুঝি তাদের সেই আয়েশের দিন শেষ হলো! এখন যে প্রতি বলেই মনোযোগ রাখতে হবে তাদের!

বেড়ে যাচ্ছে টিভি আম্পায়ারদের ব্যস্ততা!

আম্পায়ারিংয়ের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আলোচিত একটি বিষয় ওভার স্টেপিং নো বল। বোলার সীমানার বাইরে পা রেখে বল করলেন কি না- ব্যাটসম্যানের প্রান্তে নজর রাখতে গিয়ে সেটি অনেক সময়ই এড়িয়ে যান নন-স্ট্রাইকিং প্রান্তে দাঁড়ান আম্পায়ার। সর্বশেষ বিশ্বকাপে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেও এমন ঘটনা ছড়িয়েছে বিতর্ক।

Also Read - বারবার বিপিএলের নিয়ম বদল: নাখোশ মাহেলা-মুডি


সেই বিতর্ক দূর করতেই এবার আবারো তৃতীয় আম্পায়ারের কাছে ওভার স্টেপিং নিরীক্ষার দায়িত্ব তুলে দিচ্ছে আইসিসি। আপাতত এটি করা হবে পরীক্ষামূলকভাবে। সফলতার হার বেশি হলে অন ফিল্ড আম্পায়াররা বেঁচে যাবেন ওভার স্টেপিং নো বল খুঁজে বের করার ‘ঝামেলা’ থেকে, আর কাজ বাড়বে তৃতীয় আম্পায়ারের!

আগামী ছয় মাস বেশ কিছু দ্বিপাক্ষিক ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ওভার স্টেপিং নিরূপণের দায়িত্ব থাকবে তৃতীয় আম্পায়ারদের হাতে। একটি বিশেষ ক্যামেরা প্রতিটি বলে ডেলিভারির সময়ে বোলারের পায়ের অবস্থানের ছবি পাঠিয়ে দেবে তৃতীয় আম্পায়ারের কাছে। তিনি দেখে সিদ্ধান্ত নেবেন বলটি লিগ্যাল ছিল কি না।

এর আগে ২০১৬ সালে নো বল নিরীক্ষার জন্য পরীক্ষামূলকভাবে আশ্রয় নেওয়া হয়েছিল টিভি আম্পায়ারের। এরপর বিষয়টির কথা অনেকে ভুলেই গিয়েছিলেন। তবে আইপিএল ও বিশ্বকাপের মত জমজমাট আসরে নো বলের কিছু বিতর্ক আবারো বাড়িয়ে দিতে যাচ্ছে টিভি আম্পায়ারের ব্যস্ততা!

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আইসিসির চেয়ারম্যান হওয়ার বিষয়ে মুখ খুললেন সৌরভ

আইসিসির নিয়মে অসন্তুষ্ট শচীন; পরিবর্তনের দাবি

বিশ্বকাপ স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা আসছে দ্রুতই

২০১১ বিশ্বকাপ ফাইনালের সেই ঘটনার পর টসের নিয়মই পাল্টে যায়

সরে দাঁড়ালেন শশাঙ্ক মনোহর