Scores

নড়াইলে ৫০০ পিপিই দিচ্ছেন মাশরাফি

করোনাভাইরাসের কারণে বেড়ে গেছে পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) বা ব্য‌ক্তিগত সুরক্ষা উপকরণের চাহিদা। যদিও চাহিদা অনুযায়ী যোগান নেই দেশে। ফলে চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছেন রোগীদের।

নড়াইলে ৫০০ পিপিই দিচ্ছেন মাশরাফি

তবে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা নিজ উদ্যোগে ৫০০ পিপিই দিচ্ছেন নিজ এলাকার চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও সংবাদকর্মীদের জন্য। প্রতিটি পিপিই ক্রয়ের পেছনে খরচ করা অর্থ মাশরাফির নিজস্ব তহবিল থেকে নেওয়া হয়েছে।

Also Read - মাশরাফির নিজস্ব তহবিল থেকে '১২০০ পরিবার'কে সহায়তা


ইতোমধ্যে ২০০ পিপিইর ব্যবস্থাও করেছেন মাশরাফি। শীঘ্রই আসবে আরও ৩০০ পিপিই।

মারাত্মক সংক্রামক করোনাভাইরাস খুব দ্রুত ছড়াতে পারে। ছোঁয়াচে এই ভাইরাস আক্রান্ত রোগীর দেহ থেকে ছড়িয়ে পড়তে পারে চিকিৎসকদের দেহেও। তাই পিপিই বা ব্যক্তিগত সুরক্ষা উপকরণ ছাড়া আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া স্বাস্থ্যকর্মীদের জন্য অসম্ভবই বলা চলে। এমনকি ঝুঁকিতে আছেন সংবাদ সংগ্রহে থাকা গণমাধ্যমকর্মীরাও।

বিশ্বের উন্নত দেশগুলোতে পিপিইর ব্যবহার সত্ত্বেও করোনাভাইরাসের ক্ষয়ক্ষতি আটকে রাখতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। সেখানে বাংলাদেশে পিপিইর সংকট রয়েছে। অনেক এলাকা ও হাসপাতালে পিপিই না থাকায় সংক্রমণের ঝুঁকি নিয়েই কাজ করছেন চিকিৎসক ও নার্সরা। ইতোমধ্যে একজন চিকিৎসক ও একাধিক নার্স বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তও হয়েছেন।

বাংলাদেশে এখন পর্যন্ত ৪৪ জন মানুষের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে, যাদের মধ্যে ৫ জন মৃত্যুবরণ করেছেন। নড়াইলের হাসপাতালগুলোতে করোনাভাইরাস আতঙ্কে সাধারণ রোগীর সংখ্যাও কমছে। যথাযথ উপকরণের চাহিদা নিয়ে চিকিৎসকরাও ছিলেন দুশ্চিন্তায়। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্টদের জন্য বড় স্বস্তির খবর হয়ে উঠেছে মাশরাফির উদ্যোগে পিপিইর বন্দোবস্ত।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ক্রিকেটারদের ট্রেনিংয়ের ‘তিন পরিকল্পনা’ প্রস্তুত করেছে বিসিবি

চার প্রক্রিয়ায় অনুশীলনের পরিকল্পনা সাজিয়েছে ভারত

করোনার পর কেমন হবে ক্রিকেট?

জাতীয় দলে ফেরা নিয়ে নাসিরের ভাবনা

মোটা অঙ্কের বেতন কাটার সিদ্ধান্ত ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের