Scores

পথচারী বৃদ্ধকে পিষে মেরে গ্রেফতার কুশল মেন্ডিস

২০১১ বিশ্বকাপের ফিক্সিং ইস্যু নিয়ে আলোচনা করতে করতে শ্রীলঙ্কার ক্রিকেট যখন ক্লান্ত, তখনই কুকাণ্ড ঘটিয়েছেন দেশটির তারকা ক্রিকেটার কুশল মেন্ডিস। তার গাড়ির ধাক্কায় এক পথচারীর মৃ’ত্যু হয়েছে। এই ঘটনায় জনপ্রিয় এই ক্রিকেটারকে গ্রেফতার করা হয়েছে।

পথচারী বৃদ্ধকে পিষে মেরে লঙ্কান ক্রিকেটার গ্রেফতার

ঘটনাটি ঘটেছে রবিবার (৫ জুলাই) ভোরে। কলম্বোর পানাদুরা শহরে ভোরবেলায় গাড়ি চালাচ্ছিলেন কুশাল মেন্ডিস নিজেই। ভোর সাড়ে পাঁচটায় একজন পথচারীর উপর গাড়ি তুলে দেন কুশাল মেন্ডিস। তাতে ৭৪ বছর বয়সী ঐ বৃদ্ধ মারা যান।

Also Read - সাকিবের অর্জনে মুশফিকের উচ্ছ্বাস প্রকাশ


ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু ঘটে। দুর্ঘটনার সাথে সাথেই কুশাল মেন্ডিসকে গ্রেফতার করে লঙ্কান পুলিশ। লঙ্কান গণমাধ্যম জানায়, ঘটনার পর কুশাল মেন্ডিসকে প্রথমে হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল চেকআপের পর তাকে কোর্টে তোলার প্রক্রিয়া শুরু হবে।

শ্রীলঙ্কা জাতীয় দলের এই তারকা ক্রিকেটারের এমন কাণ্ডে বিস্মিত দেশটির ক্রিকেট অঙ্গন। ভোরবেলা তিনি গাড়ি চালিয়ে কোথায় যাচ্ছিলেন- সেই প্রশ্নও উঠেছে।

২৫ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান শ্রীলঙ্কার হয়ে ৪৪টি টেস্ট ও ৭৬টি ওয়ানডে খেলেছেন। করোনার প্রাদুর্ভাব জয় করে সম্প্রতি শ্রীলঙ্কার ক্রিকেটাররা অনুশীলন শুরু করেছিলেন। সেই অনুশীলন ক্যাম্পেও ছিলেন কুশাল মেন্ডিস। বাংলাদেশ ও ভারতের শ্রীলঙ্কা সফর স্থগিতাদেশ পেলেও লকডাউন পরবর্তী সময়ে ক্রিকেট সচল কোর্টে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এসএলসি। তবে কুশাল মেন্ডিসের এই অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত ঘটনা দেশটির ক্রিকেট অঙ্গনকে বড় এক ধাক্কা দিয়েছে। পথচারী হ’ত্যার অপরাধে বড় সাজা হতে পারে এই ক্রিকেটারের, এমন অনুমান লঙ্কান গণমাধ্যমের।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

ইংল্যান্ডকে ফাইনালের ভেন্যু নির্বাচন করায় তোপের মুখে আইসিসি

মহারাজের রাজত্বে ঘরের মাঠে হোয়াইটওয়াশ ওয়েস্ট ইন্ডিজ

ফাইনালের মহারণের চতুর্থ দিনও ভেসে গেল বৃষ্টিতে

আগ্রহ হারালে খেলা ছেড়ে দেবেন অশ্বিন

রোচ-মেয়ার্সদের তোপের মুখেও প্রোটিয়াদের বড় পুঁজি