Scores

পন্টিং-ওয়ার্নদের কোচিং করাবেন শচীন-ওয়ালশ!

রিকি পন্টিং ও শেন ওয়ার্নরা খেলোয়াড়ি ভূমিকায় ফিরছেন- এটাই তো বড় খবর। তবে তার চেয়েও বড় খবর হয়ে উঠছে- পন্টিং-ওয়ার্নদের কোচিং করাবেন শচীন টেন্ডুলকার ও কোর্টনি ওয়ালশ! গল্প নয়, সত্যিই হতে যাচ্ছে তাই।

পন্টিং-ওয়ার্নদের কোচিং করাবেন শচীন-ওয়ালশরা!

‘সাবেক খেলোয়াড়’ এর তকমা লাগানো অস্ট্রেলিয়ার কিংবদন্তীরা মাঠে ফিরছেন পুরনো ভূমিকায়ই, অর্থাৎ খেলোয়াড় হয়ে। বুশফায়ারে পুড়ছে অস্ট্রেলিয়া। ক্ষয়ক্ষতি সামাল দিতে প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। সেই অর্থের জোগানে হাত বাড়াতেই অবসর ভেঙে ক্রিকেট খেলতে নামছেন পন্টিং, ওয়ার্নরা।

Also Read - অবসর ইস্যুতে অবশেষে নীরবতা ভাঙলেন ডু প্লেসিসতাদের অংশগ্রহণের সেই ম্যাচেই দুটি দলের কোচের ভূমিকায় থাকবেন ভারতের ব্যাটিং কিংবদন্তী শচীন এবং ওয়েস্ট ইন্ডিজের পেস কিংবদন্তী ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ ওয়ালশ। এদের মধ্যে শচীন পন্টিংয়ের নেতৃত্বাধীন দলকে এবং ওয়ালশ ওয়ার্নের নেতৃত্বাধীন দলকে কোচিং করাবেন।

আগামী মাসে তারকাবহুল দুটি দলের মধ্যে প্রীতি ম্যাচের আয়োজন করতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দাতব্য কাজের উদ্দেশে আয়োজিতব্য ম্যাচটিতে দুই দলের নেতৃত্বে থাকবেন পন্টিং ও ওয়ার্ন। এই ম্যাচ থেকে অর্জিত অর্থ বুশফায়ারে ক্ষতিগ্রস্তদের জন্য গঠিত ফান্ডে যুক্ত হবে।

ম্যাচটির নামকরণ করা হয়েছে বুশফায়ার ক্রিকেট ব্যাশ। ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই ম্যাচে পন্টিং, ওয়ার্ন, ছাড়াও মাঠ মাতাবেন এক ঝাঁক তারকা। তারা হলেন- অজিদের বর্তমান প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার, মাইকেল ক্লার্ক, ব্রেট লি, অ্যাডাম গিলক্রিস্ট, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, স্টিভ ওয়াহ ও সদ্য বিপিএল মাতিয়ে যাওয়া শেন ওয়াটসনের মত বিভিন্ন যুগের কিংবদন্তীরা। মহৎ এই উদ্যোগে শামিল হবেন অস্ট্রেলিয়া মহিলা দলের সাবেক খ্যাতিমান ক্রিকেটার মেল জোনসও।

বুশফায়ারের প্রভাবে অস্ট্রেলিয়ার বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। মানুষ ও পশুপাখির ব্যাপক প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে অস্ট্রেলিয়ার বনাঞ্চলও। এই দুঃসময়ে ক্রিকেট অঙ্গনও নিজেদের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াচ্ছে।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ চলতি মাসেই

সরে দাঁড়ালেন ওয়ার্নার

মদের পরিবর্তে স্যানিটাইজার উৎপাদন করছেন শেন ওয়ার্ন

করোনা ইস্যুতে নিজের বাড়ি নিলামে তুলছেন শেন ওয়ার্ন

পেইনের কাছে ক্রিকেট এখন তুচ্ছ